ভারতীয় সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোহলি! জানলে শ্রদ্ধায় মন ভরবে আপনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে এই প্রজন্মের সেরা ব্যাটার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই সত্যিটা মেনে নিতে কারোরই আপত্তি থাকার কথা নয়। বিশ্বের সকল ক্রিকেট খেলিয়ে দেশের বিরুদ্ধে তাদের রেকর্ড বেশ আকর্ষণীয়। তিন ফরম্যাটেই তিনি সমানভাবে সফল। শতরানের দিক দিয়ে একমাত্র কিংবদন্তি সচিন টেন্ডুলকার ছাড়া আর কেউ তার থেকে এগিয়ে নেই।

কিন্তু অনেকেই তার সম্পর্কে যে তথ্যটা জানেন না সেটা হল মহেন্দ্র সিংহ ধোনির মতো তিনিও সেনাবাহিনীতে নাম লিখেছেন। আর সেটা আজ নয়, অত্যন্ত কম বয়সে। ২০১৩ সালেই তাকে বিএসএফ-এর সঙ্গে যুক্ত হতে দেখা গিয়েছিল। কিন্তু ধোনির এই বিষয়টির সঙ্গে যতটা প্রচার পায় বিরাট কোহলি এই ব্যাপারে ততটা প্রচার পাননি নিয়ে কোনও এক অজ্ঞাত কারণে।

ভারতের আধা সামরিক বাহিনী BSF-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ২০১৩ সালে বিরাট কোহলিকে নিয়োগ করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে সীমা সুরক্ষা বাহিনীর দুই লক্ষেরও বেশি সেনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে থাকা ভারতীয় সেনাবাহিনী এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি হবেন এমনটা মনে করা হয়েছিল।

তখনো বিরাট কোহলি আজকের মত মহাতারকা হননি। ২৫ বছর বয়সে বিরাট কোহলি ২০১৩ সালে ছিলেন উঠতি তারকাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান। এই বিশেষ দায়িত্ব পেয়ে আপ্লুত হয়েছিলেন কোহলি। তিনি জানিয়েছিলেন যে তার পক্ষে দেশের সেনাদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর জন্য যেটুকু করা সম্ভব সেটুকু তিনি করবেন।

এই মুহূর্তে বিরাট কোহলি আছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং সেখানে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে টেস্ট ফরম্যাটে অসাধারণ শতরান করেছিলেন। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পেলে তাকে একই রকম বিধ্বংসী ফর্মে দেখতে চাইবেন ক্রিকেটপ্রেমীরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর