২০২২-এর শেষ টেস্ট ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি! আউট হয়ে তর্কে জড়ালেন ফিল্ডারদের সাথে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ২৩১ রানে অলআউট হয়ে যখন ভারতের সামনে ১৪৪ রানের টার্গেট রাখে বাংলাদেশ, তখন অনেকেই ভেবেছিলেন যে ভারত সহজেই ম্যাচ জিতবে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব প্রথমেই ভারতের অধিনায়ক লোকেশ রাহুলকে আউট করে ভারতকে প্রথম ধাক্কাটি দেন। এরপর বাংলাদেশের বাকি দুই স্পিনার তাইজুল এবং মেহেদী ভারতকে চেপে ধরেন।। তাইজুল দ্বিতীয় ইনিংসে এখনো উইকেট পাননি। কিন্তু মেহেদী হাসান এরপর পূজারা (৬), গিল (৭) ও কোহলিকে (১) ড্রেসিংরুমে পাঠিয়ে ভারতকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছে। ভারতের হাতে এখন রয়েছে আর ছয় উইকেট এবং জয়ের জন্য তাদেরকে তুলতে হবে আরও ১০০ রান।

মিরপুরের ফলাফল কি হবে তা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের স্পিনাররা কতটা ভালো পারফরম্যান্স করতে পারবেন তার ওপর। তৃতীয় দিনের শেষে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল এবং নৈশপ্রহরী জয়দেব উনদকাট। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪১।

গোটা বাংলাদেশ সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। আজ মেহেদী হাসানের বলে আউট হওয়ার পর হতাশায় বাংলাদেশের ফিল্ডারদের বাড়াবাড়ি রকমের উদযাপন দেখে মেজাজও হারিয়ে ফেলেছিলেন তিনি। এছাড়া মাঠে আজ ক্যাচও ফেলেছেন তিনি। তাই এটা বলা যায় যে ব্যক্তিগতভাবে বাংলাদেশে সময়টা ভালো যায়নি বিরাট কোহলির।

kohli 24

এই সিরিজের প্রথম টেস্টে অর্থাৎ চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করেছিলেন বিরাট। মিরপুরে ২ ইনিংস মিলিয়ে করলেন ২৫ রান। ৩ বার আউট হয়েছেন, তার মধ্যে দুইবারই আউট হয়েছেন স্পিনারের বিরুদ্ধে। টেস্ট ফরম্যাটে শেষ ১০ ইনিংসে কোনও বড় স্কোর নেই তার ঝুলিতে।

এই খারাপ অবস্থায় চলছে গোটা বছর ধরেই। ২০২২ সালে টেস্ট ফরম্যাটে বিরাটের গড় কেবলমাত্র ২৬.৫০। পরের বছর ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে তাহলে বিরাটের অফফর্মটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর