‘ও যে বিশেষ, সেটা প্রমাণ করে দিয়েছে’, মন্তব্য করলেন গিলের পারফরম্যান্সে অভিভূত কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এর আগে কোনও ক্রিকেটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) এত বড় রানের ইনিংস খেলতে পারেননি। অথচ গতকাল এমন কীর্তি করে দেখিয়েছেন ভারতের তরুণ তারকা ওপেনার শুভমান গিল (Shubman Gill)। শেষ তিন ওভারে মেরেছেন ছয়টি ছক্কা। প্রায় অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে সম্পূর্ণ করেছিলেন নিজের দ্বিশতরান। গোটা ক্রিকেট দুনিয়া এখন তাকে জানাচ্ছে কুর্নিশ।

সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেওবাগ, রোহিত শর্মা, ঈশান কিষানের পর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়েছেন পাঞ্জাব তনয়। খেলেছেন ১৪৯ বল, করেছেন ২০৮ রান, মেরেছেন ১৯টি চার ও ৯টি ছক্কা। ভারতকে পৌঁছে দিয়েছেন ৩৪৯ অবধি। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল সচিন টেন্ডুলকারের (১৮৬)। কিন্তু তার সেই রেকর্ডটি গতকাল ভেঙে গিয়েছে। এছাড়াও গিলের এই ইনিংসটি নানা কারণে ঐতিহাসিক হয়ে থাকবে।

shubman gill 200

কালকের হায়দরাবাদের উইকেটটি একেবারেই ব্যাটিং বান্ধব ছিল বললে অত‍্যুক্তি করা হবে। ভারতের বাকি ব্যাটারদের অবস্থা দেখলেই বোঝা যাবে। শুভমানকে বাদ দিলে দলের সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা যিনি আজ মাত্র ৩৪ রান করেছেন। উল্টো দিক থেকে তেমন সঙ্গ কখনোই পাননি। কার্যত ইনিংসের প্রথম ওভার থেকে শেষ ওভার অবধি তার দাপটে ভারত এগিয়েছে।

এই ব্যাপারটি এবার শিকার করেছেন বিরাট কোহলিও। তিনি জানিয়েছেন যে পরিস্থিতি যে ব্যাটিংয়ের জন্য মোটেই সহজ ছিল না সেটা দলের বাকিদের দিকে তাকালেই বোঝা যাবে। এমন পরিস্থিতি থেকে যখন কেউ শতরান করে তখন বুঝতে হবে সেই ইনিংসের গুরুত্ব আলাদা।

বিরাট কোহলি বলেছেন, “কাল যা হয়েছে মাঠে, সেটা থেকে এটাই প্রমাণিত হয় যে ওর (গিলের) কতটা প্রতিভা। এতদিন মানুষজন ওকে নিয়ে যে দাবিগুলো করতো, সেগুলো যে ভিত্তিহীন নয়, তার প্রমাণ ও দিয়ে দিয়েছে।” কোহলি নিজে শতরান পাননি ঠিকই, কিন্তু শুভমান গিলের জন্য অত্যন্ত খুশি ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর