Puma-র সাথে ১১০ কোটির ডিল খতম করলেন কোহলি! ভারতের এই সংস্থার সাথে মেলালেন হাত

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি বহুজাতিক সংস্থা Puma-র সাথে ১১০ কোটি টাকার চুক্তি শেষ করেছেন। শুধু তাই নয়, এখন কোহলি Agilitas নামে একটি ভারতীয় স্পোর্টসওয়্যার স্টার্টআপে বিনিয়োগ করবেন বলেও জানা গিয়েছে। তাঁর লক্ষ্য হল ভারত থেকে একটি প্রধান এবং বৃহৎ স্পোর্টসওয়্যার ব্র্যান্ড তৈরি করা।

ভারতের এই সংস্থার সাথে হাত মেলালেন কোহলি (Virat Kohli):

Agilitas কার কোম্পানি: জানিয়ে রাখি যে, ২০২৩ সালে অভিষেক গাঙ্গুলি Agilitas কোম্পানি শুরু করেছিলেন। অভিষেক পূর্বে Puma India-র দক্ষিণ-পূর্ব এশিয়ার MD ছিলেন। তিনি বহু বছর ধরে কোহলির (Virat Kohli) সাথে কাজ করেছেন। ২০১৭ সালে তিনিই কোহলিকে Puma-র সাথে যুক্ত করেন। অভিষেক গাঙ্গুলি এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। কিন্তু, Puma-র একজন মুখপাত্র বলেছেন, “স্পোর্টস ব্র্যান্ড Puma India ক্রিকেটার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলির সাথে তাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ইতি টানছে।”

Virat Kohli joins hands with this Indian company.

এদিকে, Puma বিরাটকে (Virat Kohli) তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানিয়েছে এবং এটাও বলেছে যে, কোহলির সাথে বেশ কয়েক বছর ধরে একইসাথে তাদের সফর অবশ্যই সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। তিনি আরও বলেন, কোহলির সাথে একসাথে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা এনে দিয়েছে। এই সংক্রান্ত তথ্য প্রথম Mint-এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল।

আরও পড়ুন: রতন টাটার প্রয়াণের পরে খেই হারাচ্ছে টাটা গ্রুপের এই সংস্থা? হতে চলেছে বিপুল কর্মী ছাঁটাই

কোহলির নিজস্ব ব্র্যান্ড: প্রসঙ্গত উল্লেখ্য যে, কোহলির (Virat Kohli) নিজস্ব ব্র্যান্ড One8 আছে। এটি ২০১৭ সালে কোহলি শুরু করেছিলেন। এখন এই ব্র্যান্ডটি Agilitas-এর অধীনেও কাজ করবে। কোম্পানিটি ভারতে এবং বিশ্বব্যাপী One8-এর প্রসারে সহায়তা করবে বলেও জানা গিয়েছে।

কী জানা গিয়েছে: এদিকে, একটি সূত্র জানিয়েছে যে Puma-র সাথে কোহলির (Virat Kohli) বিচ্ছেদ কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়। ২০১৭ সালে, কোহলি PepsiCo-র বিজ্ঞাপন ছেড়ে দেন। কারণ, কোহলির মনে হয়েছিল, তিনি মিষ্টি পানীয়ের প্রচার করছেন।Agilitas-এ যোগদানের সিদ্ধান্তটিও একই রকম। তিনি ভালো কিছু করতে চান। এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে, “বিরাট একজন বিনিয়োগকারী হিসেবে এগিয়ে আসছেন। তিনি এমন একটি ভারতীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড তৈরি করতে চান যা বিশ্বব্যাপী পরিচিত এবং ভারতীয় প্রতিভাকে উৎসাহিত করবে।” এর মানে হল কোহলি চান ভারতে এমন একটি ব্র্যান্ড তৈরি হোক যা সারা বিশ্বে পরিচিতি পাবে এবং ভারতীয় খেলোয়াড়দের সাহায্য করবে।

আরও পড়ুন: চিপকে আজ মহাযুদ্ধ! ধোনির অধিনায়কত্বে KKR-এর বিরুদ্ধে নামবে CSK, কোন দল রয়েছে এগিয়ে?

Agilitas ৫৩০ কোটি টাকা সংগ্রহ করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, Agilitas ইতিমধ্যেই Convergant Finance এবং Nexus Venture Partners-এর মতো বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৩০ কোটি টাকারও বেশি ফান্ড সংগ্রহ করেছে। এই স্টার্টআপটির কাছে ইতালির স্পোর্টস ব্র্যান্ড Lotto-র ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার জন্য ৪০ বছরের লাইসেন্স রয়েছে। এছাড়াও, Agilitas Mochiko Shoes নামে একটি স্পোর্টস ফুটওয়্যার কোম্পানিও কিনেছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X