ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-তেই কিং কোহলির “বিরাট” রেকর্ড! টেক্কা দিলেন সচিনকেও

বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের তৃতীয় ম্যাচেও জয়লাভ করেছে ভারতীয় দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্পন্ন হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া। যেখানে ৫০ ওভারে ৩৫৬ রান করে ভারত। যার জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। এদিকে, এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে নিজের ফর্ম ফিরে পান অধিনায়ক রোহিত শর্মা। তবে, এবার তৃতীয় ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে রান এসেছে। বুধবারের ম্যাচে রোহিত মাত্র ১ রানে আউট হওয়ার পর, বিরাট দ্বিতীয় ওভারে ব্যাট করতে আসেন এবং ৫২ রানের ইনিংস খেলেন। আর এই রানের মাধ্যমেই বড় নজির গড়ে ফেললেন কোহলি।

দুর্দান্ত রেকর্ড গড়লেন বিরাট কোহলি (Virat Kohli):

এশিয়ায় ১৬,০০০ রান পূর্ণ করলেন বিরাট: জানিয়ে রাখি যে, বিরাট কোহলি (Virat Kohli) এশিয়া মহাদেশে খেলা ম্যাচে ১৬,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন। ভারতের পাশাপাশি তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা ম্যাচগুলির মাধ্যমে এই রান করেন প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৮ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। এমতাবস্থায়, এখনও পর্যন্ত এশিয়ায় খেলা ম্যাচে তিনি ১৬,০২৫ রান করেছেন। ৩১২ টি ম্যাচে ৩৪০ ইনিংসে এই রান করেছেন বিরাট। যেখানে তিনি ৫২ টি সেঞ্চুরি এবং ৭৯ টি হাফ-সেঞ্চুরি করেন।

Virat Kohli made a terrible record.

তিন ব্যাটারদের রান বিরাটের চেয়ে বেশি: জানিয়ে রাখি যে, এশিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে ১৬,০০০ রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকারের। তিনি করেছেন ২১,৭৪১ রান। সচিনই একমাত্র ব্যাটার যিনি ২০,০০০ রান করেছেন।

আরও পড়ুন: ফিট থাকা সত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তাঁর পরেই রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তবে সবচেয়ে কম ইনিংসে ১৬,০০০ রান করার রেকর্ড বিরাটের (Virat Kohli) কাছেই রয়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকারের নামে। অর্থাৎ, এই পরিসংখ্যানে ভিত্তিতে তিনি সচিনকে টেক্কা দিয়েছেন।

আরও পড়ুন: প্রতিদিন খালি থাকে কয়েকশো সিট! এই এক্সপ্রেস ট্রেনের জন্যই রেলের ক্ষতি হচ্ছে ৬২৮৮০০০০০ টাকা

শেষ ODI ফিফটি: জানিয়ে রাখি যে, ২০২৩ সালের নভেম্বরের পর ODI-তে হাফ-সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে ওই স্টেডিয়ামে তিনি তাঁর শেষ ODI ফিফটি করেছিলেন। এদিকে, আজকের ম্যাচে আদিল রশিদের বলে আউট হওয়ার আগে ৫২ রানের ইনিংস খেলেন কোহলি। ৫৫ বলের ইনিংসে তিনি ৭ টি চারের পাশাপাশি একটি ছক্কা মেরেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর