অপ্রতিরোধ্য কোহলি! বেঙ্গালুরু টেস্টেই নয়া ইতিহাস গড়লেন বিরাট, ধন্য ধন্য করছে গোটা দেশ

বাংলা হান্ট ডেস্ক: এবার “বিরাট” ইতিহাস তৈরি করলেন কোহলি (Virat Kohli)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টেস্ট কেরিয়ারে ৯,০০০ রান পূর্ণ করেছেন ভারতের এই তারকা খেলোয়াড়। উল্লেখ্য যে, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সম্পন্ন হচ্ছে বেঙ্গালুরুতে। এদিকে, টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। কিন্তু দ্বিতীয় ইনিংসে কামব্যাক করে হাফ সেঞ্চুরি করেন তিনি।

বিরাট রেকর্ড গড়লেন কোহলি (Virat Kohli):

আর এই হাফ-সেঞ্চুরির ওপর ভর করেই ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে নিজের নামে বিশেষ রেকর্ড গড়েছেন কোহলি (Virat Kohli)। কোহলির পাশাপাশি সরফরাজ খানও দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনিও হাফ-সেঞ্চুরিও করেছেন। জানিয়ে রাখি, ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করার নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছেন কোহলি।

এই ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকার। তিনি ১৫,৯২১ রান করেছেন। এদিকে, সচিন ৫১ টি সেঞ্চুরি ও ৬৮ টি হাফ-সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় রাহুল দ্রাবিড় রয়েছেন দ্বিতীয় স্থানে। দ্রাবিড় ১৩,২৬৫ রান করেছেন। এরপর রয়েছেন সুনীল গাভাস্কার। তিনি করেছেন ১০,০১২ রান। এরপর চতুর্থ স্থানে উঠে এসেছেন কোহলি (Virat Kohli)।

আরও পড়ুন: ফের বিরাট ধাক্কা খাবে পাকিস্তান? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গে ভারতের কাছ থেকে মিলল বড় ইঙ্গিত

টেস্টে বিরাট কোহলির দুর্দান্ত রেকর্ড: কোহলির (Virat Kohli) টেস্ট কেরিয়ার নিঃসন্দেহে দুর্দান্ত হিসেবে বিবেচিত হয়। টেস্টে কোহলি ২৯ টি সেঞ্চুরি ও ৩১ টি হাফ সেঞ্চুরি করেছেন। ডবল সেঞ্চুরিও করেছেন তিনি। টেস্টে কোহলির সেরা স্কোর অপরাজিত ২৫৪ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর রেকর্ডও অত্যন্ত ভালো।

আরও পড়ুন: রতন টাটার “শেষ স্বপ্ন” পূরণ করবেন কারা? আগে থেকেই নির্ধারিত রয়েছে নাম, জানলে হয়ে যাবেন “থ”

সরফরাজের সঙ্গে সেঞ্চুরি জুটি গড়েন কোহলি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেন বিরাট (Virat Kohli)। দ্বিতীয় ইনিংসে ১০২ বল খেলে কোহলি ৭০ রান করেন। কোহলির এই ইনিংসে ছিল ৮টি চার ও ১ টি ছক্কা। সরফরাজ খানের সঙ্গে তাঁর জুটি শক্তিশালী হয়ে ওঠে। এদিকে, ৭৮ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন সরফরাজ। এই ইনিংসে তিনি ৭ টি চার এবং ৩ টি ছক্কা মেরেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর