বাংলা হান্ট নিউজ ডেস্ক: টেস্ট ম্যাচে ধাক্কা কাটিয়ে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। তার সাথে সাথে রিশভ পন্থ, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজাদেরও আজ দলে থাকার কথা। এজবাস্টনে ব্যাট হাতে সফল হতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করেছিলেন কোহলি। টি-টোয়েন্টিতে সেই আফসোসটা মিটিয়ে নিতে চাইবেন তিনি।
দলে ফিরে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার প্রশংসায় কোহলি। এই সিরিজের ওপরই নির্ভর করবে কোহলি ভবিষ্যতে ভারতীয় দলের অংশ হবেন কিনা। ইতিমধ্যে নিন্দুকেরা তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন। নিজের ইনস্টাগ্রামে নিন্দুকদের একটি বার্তা দিয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে নিজের নেটে অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে কোহলি লিখেছেন “প্যাশন, অ্যাকশন, নোবেল ইন্টেশন।” বিরাট নিন্দুকদের বার্তা দিতে চেয়েছেন খেলার প্রতি তার আবেগ আগের মতোই অক্ষুন্ন রয়েছে।
বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়ও। তিনি বলেছেন বিরাট কোহলি তার দেখা সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার এবং তার ফর্মে ফিরতে কেবলমাত্র একটি ভালো ও বড় ইনিংস লাগবে। যদিও দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টির দলে কোহলির জায়গা নিশ্চিত কিনা এই নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি ভারতের প্রধান কোচ।
দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নই, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, উমরান মালিক
দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল,
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার