সংকটে কোহলির ৩ নম্বর স্থান, এই ক্রিকেটার ছিনিয়ে নিতে পারেন প্রাক্তন অধিনায়কের জায়গা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। গত ম্যাচেও টসে হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছিল রোহিত শর্মাদের। আর গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও ফের একবার ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

যখন থেকে অধিনায়কত্ব চলে গেছে বিরাট কোহলির কাছ থেকে, তার ব্যাট থেকে রানও যেন উধাও। খুব খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার বাজে ফর্ম দেখে অবাক সকলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ মিলিয়ে ২৮ রান করেছেন তিনি। আর শেষ ম্যাচে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

গত দুই বছরেরও বেশি সময় কোনও শতরান করতে পারেননি বিরাট কোহলি। অনেকেই মনে করছেন যে যদি এমনটা চলতে থাকে তাহলে শীঘ্রই বিরাট কোহলি জাতীয় দলে নিজের জায়গা হারাবেন। ভারতীয় দলে লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার এখনও নিশ্চিত হয়নি। কখনো ওপেনিংয়ে আবার কখনো মিডল অর্ডারে নামেন তিনি। এমন পরিস্থিতিতে বিরাট কোহলির পরিবর্তে তাকে তিন নম্বরে পরীক্ষা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।

kl rahul

লোকেশ রাহুল তিন ফরম্যাটেই ভারতীয় দলের হয়ে রান করেছেন। গত এক বছরে, তিনি ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ উইনার এবং ধারাবাহিক ব্যাটার হিসাবে আবির্ভূত হয়েছেন। সব ফরম্যাটেই সফল হয়েছেন তিনি। অতএব বিরাট কোহকি যদি দ্রুত ফর্মে না ফেরেন তাহলে নিজেই সমস্যায় পড়বেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর