১৪৭ বছরে প্রথমবার….ইতিহাস তৈরির পথে কোহলি! সচিনের বিশ্ব রেকর্ডও সহজেই দেবেন ভেঙে

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই প্রথম টেস্টের জন্য ঘোষণা হয়েছে ভারতীয় দলের। পাশাপাশি, বৃহস্পতিবার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশও। এদিকে, এই সিরিজে সবার বিশেষ নজর থাকবে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। ইতিমধ্যেই T20 থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন তিনি শুধু ODI ও টেস্ট ক্রিকেট খেলবেন।

ইতিহাস তৈরির পথে বিরাট কোহলি (Virat Kohli):

তবে, বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে বিরাটের সামনে সুযোগ থাকবে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিরাট কোহলি (Virat Kohli) সমগ্র বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার হিসেবে বিবেচিত হন। পাশাপাশি, তাঁকে তুলনা করা হয় সচিন তেন্ডুলকরের সাথেও। কোহলি ইতিমধ্যেই ৮০ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলেছেন। এমতাবস্থায়, সেঞ্চুরির সংখ্যার দিক থেকে তিনি তেন্ডুলকারের (১০০) পরে দ্বিতীয় স্থানে রয়েছেন।

Virat Kohli on the way to make history.

সচিনের রেকর্ড কি ভাঙতে পারবেন: উল্লেখ্য যে, সচিনের ১০০ সেঞ্চুরির এই রেকর্ড ভাঙতে কিছুটা সময় লাগতে পারে বিরাটের (Virat Kohli)। তবে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সচিনের অন্য একটি বড় রেকর্ড ভাঙতে পারেন কোহলি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রান পূর্ণ করতে বিরাট কোহলির প্রয়োজন আর মাত্র ৫৮ রান। তেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭,০০০ রান স্পর্শ করা খেলোয়াড়। ৬২৩ ইনিংসে এই রান স্পর্শ করেছিলেন তিনি। ২৭,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করতে তেন্ডুলকার ২২৬ টি টেস্ট, ৩৯৬ টি ODI এবং ১ টি T20 ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: মিলবে না শান্তি! দেশে ফের চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি, আমজনতার পকেটে পড়বে টান

১৫৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ঘটবে: কোহলি (Virat Kohli) এখনও পর্যন্ত সব ফরম্যাটে ৫৯১ টি ইনিংস খেলে ২৬,৯৪২ রান করেছেন। এমতাবস্থায়, কোহলি যদি তাঁর পরের ৮ ইনিংসে আর ৫৭ রান করতে সক্ষম হন, তাহলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হবেন যিনি ৬০০-র কম ইনিংসে ২৭,০০০ রান করে ফেলতে পারবেন। এখনও পর্যন্ত, তেন্ডুলকার ছাড়াও, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০-এর বেশি রান করেছেন।

আরও পড়ুন: এবার বিরাট নজির গড়ল রতন টাটার এই কোম্পানি! এক ঝটকায় মিলবে ৫,৪৮০ কোটি, জানলে হবেন “থ”

বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের রেকর্ড: জানিয়ে রাখি যে, এমনিতেই বাংলাদেশের বিরুদ্ধে কোহলির (Virat Kohli) ভালো পারফরম্যান্সের নজির রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ৬ টি টেস্ট ম্যাচের ৯ ইনিংসে তিনি ৪৩৭ রান করেছেন। এই সময়ের মধ্যে তাঁর এভারেজ হল ৫৪.৬২। পাশাপাশি, কোহলি করেছেন ২ টি সেঞ্চুরিও। প্রসঙ্গত উল্লেখ্য যে, চেতেশ্বর পূজারা, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকার বাংলাদেশের বিরুদ্ধে কোহলির চেয়ে বেশি রান করেছেন। ৫ ম্যাচের ৮ ইনিংসে ৪৬৮ রান করেছেন পূজারা। এদিকে, ৭ ম্যাচের ১০ ইনিংসে ৫৬০ রান রয়েছে দ্রাবিড়ের। সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকার। তিনি ৭ ম্যাচের ৯ ইনিংসে ৮২০ রান করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর