আর মাত্র কয়েকটি রান, অজিদের বিরুদ্ধে T-20 সিরিজেই দুটি বিশ্বরেকর্ড গড়বেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপটা ভারতীয় দলের ভালো কাটেনি। পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ হেরে সুপার ফোর পর্যায় থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। ডেথ বোলিংয়ে যশপ্রীত বুমরার অভাবটা খুব ভালোভাবেই এবার বুঝতে পেরেছে ভারতীয় দল। তবে সেই প্রতিযোগিতার ভুলত্রুটিগুলি থেকে শিক্ষা নিয়ে ভারতীয় দল বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে ফিরে আসতে চাইছে।

গত এশিয়া কাপ থেকে ভারতের মূল প্রাপ্তি একটাই। সেটা হল দীর্ঘদিন পর বিরাট কোহলির ছন্দে ফিরে আসা। চলতি এশিয়া কাপে পাঁচ ম্যাচে একটি শতরান এবং দুটি অর্ধশতরান সহ ২৭৬ রান করেছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭১ তম শতরান পেয়েছিলেন বিরাট।

Kohli 60

এই মুহূর্তে দুটি বড় রেকর্ড ভাঙ্গার কাছাকাছি দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই রেকর্ড গুলি তিনি ভেঙে দিতে পারেন। এক এক করে দেখে নেওয়া যাক ঠিক কোন রেকর্ডগুলি ভাঙতে পারেন বিরাট কোহলি।

১. বিরাট কোহলির এই মুহূর্তে সব রকমের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে রান সংখ্যা ১০,৯০২। আর ৯৮ রান করলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১১,০০০ টি-টোয়েন্টি রানের মালিক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

২. এইমুহূর্তে ২৪০০২ রান করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার কোহলি। আরে সামনে রয়েছে সচিন টেন্ডুলকারের এবং রাহুল দ্রাবিড়। সচিনের রানসংখ্যা এখনো বিরাটের থেকে অনেকটাই দূরে তবে চলতি সিরিজে আর মাত্র ৬২ রান করলেই রাহুল দ্রাবিড়ের ২৪০৬৪ রানের গণ্ডি টপকে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহকে পরিণত হবেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর