আন্তর্জাতিক ক্রিকেটে গ্রেম স্মিথকে টপকে গেলেন বিরাট কোহলি! সামনে আর মাত্র ৬ জন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চট্টগ্রামের মাটিতে ব্যাট হাতে খুব একটা সফল হননি। প্রথম ইনিংসে তিনি তাইজুল ইসলামের ডেলিভারির লাইন বুঝতে ভুল করে এলবিডব্লিউ হয়ে মাত্র এক রান করে ড্রেসিংরুমে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দল তার নামার আগেই বিশাল বড় লিড নিয়ে নিয়েছিল। তাই তিনি ১৯ রাতে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস-ডিক্লেয়ার করা হয়।

atti kohli

তবে এই টেস্টে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে একটি অনন্য নজির ছুঁয়ে ফেলেছেন। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ ক্যাচ সংগ্রাহকদের তালিকার ৮ নম্বরে ছিলেন। এই ম্যাচে দুটি ক্যাচ সংগ্রহ করে তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক গ্রেম স্মিথকে এই তালিকায় পেছনে ফেলে দিয়েছেন।

এর আগে বিরাট কোহলির সংগ্রহে ছিল ২৯১ টি আন্তর্জাতিক ক্যাচ। এই ম্যাচের প্রথম কুলদীপ যাদবের বলে ফার্স্ট স্লিপে সাকিব আল হাসানের ক্যাচ নিয়েছিলেন। তারপর দ্বিতীয় ইনিংসে তিনি জাকির হাসানের ক্যাচ ধরেন রবি অশ্বিনের বলে। এর আগে বাংলাদেশের অপর ওপেনার নাজমুল হাসান শান্তর ক্যাচ তিনি ফার্স্ট স্লিপে ফস্কেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরা ক্রিকেটারদের তালিকা:

  • মাহেলা জয়াবর্ধনে (৪৪০)
  • রিকি পন্টিং (৩৬৪)
  • রস টেইলর (৩৫১)
  • জ্যাক ক্যালিস (৩৩৮)
  • রাহুল দ্রাবিড় (৩৩৪)
  • স্টিফেন ফ্লেমিং (৩০৬)
  • বিরাট কোহলি (২৯৩)

Reetabrata Deb

সম্পর্কিত খবর