“২০১২ থেকেই করে আসছি”, ৫০০ তম ম্যাচে ২টি বিশেষ রেকর্ড গড়ে সদম্ভ উক্তি কোহলির

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় তারকা বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) ম্যাচ হলেও ভারতের কিছু তারকা এদিন ব্যাট হাতে বিপাকে পড়েছিলেন। কিন্তু কোহলি তাদের মধ্যে একজন নন। দিনের শেষে রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে কিছুটা বিপাকে পড়া ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি।

বিরাট কোহলি নিজের ৫০০ তম ম্যাচে এখনো পর্যন্ত ১৬১ ম্যাচ খেলে ৮৭ রানে অপরাজিত রয়েছেন। তিনি আন্তর্জাতিক রান সংখ্যার দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছেন। তার সামনে রয়েছেন শুধু মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা এবং সচিন টেন্ডুলকার।

এছাড়া কোহলি আরও একটি বিশেষ রেকর্ড করেছেন গতকাল। আজ অবধি বিশ্ব ক্রিকেটে কোহলির আগে নয়জন ক্রিকেটার ৫০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক পেরিয়েছেন। কিন্তু তাদের মধ্যে বিরাটই হলেন প্রথম তারকাই যিনি এই বিশেষ ম্যাচে ৫০ রানের গণ্ডি অতিক্রম করতে পেরেছেন।

kohli test century

মাইলফলক ছোঁয়ার ম্যাচে বিরাট কোহলিকে মাঠেও দেখা গিয়েছে খোশমেজাজে। তিনি একটি সিঙ্গেলকে একটু বিপজ্জনকভাবে ডাবলসে পরিণত করে তার ব্যাটিং পার্টনার জাদেজাকে বলেন, “২০১২ থেকে এমনটা করে চলেছি।” ফলে বোঝা গিয়েছে যে বিরাট বেশ আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করছেন। যদিও দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ব্যাটিংকে খুব একটা বেশি গুরুত্ব দিতে নারাজ বিশেষজ্ঞরা।

kohli current

গতকাল ভারতীয় দলকে দুর্দান্ত স্টার্ট দিয়েছিলেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। তাদের মধ্যে ১৩৯ রানের একটি ওপেনিং পার্টনারশিপ হয়। প্রায় ২০ বছরেরও বেশি সময় পরে কোন ভারতীয় ওপেনিং জুটি পরপর দুই ম্যাচে একশোর বেশি রানের ওপেনিং পার্টনারশিপ করে। কিন্তু কালকে দ্বিতীয় সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ভারত কি কিছুটা চাপে ফেলেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু কোহলি, জাদেজার (৩৫*) সঙ্গে জুটি বেঁধে দিনের শেষে আর কোনও উইকেট না হারিয়ে ২৮৮ রান তোলায় চালকের আসনে রয়েছে ভারতই।

 

X