বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাট হাতে তার সময়টা একেবারেই ভালো কাটেনি বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াইয়ে। কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) সামনে আগামীকাল সুযোগ থাকছে বড় রান করে নিজের যোগ্যতা প্রমাণ করার। কারণ আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) যে পিচ ব্যবহার করা হচ্ছে তাতে বোলারদের জন্য কোনও সাহায্য নেই বললেই চলে। প্রথম দুই দিনে অনায়াস ভঙ্গিতে রান তুলেছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। অনেকেই এই পিচ দেখে এটিকে ব্যাটারদের স্বর্গরাজ্য বলে দাবি করছেন।
ব্যাট হাতে আগামীকাল বিরাট কি করবেন সেটা এখনো জানা নেই। তবে ফিল্ডিংয়ে একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট টপকে গিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার এবং ক্রিকেট জগতে কিংবদন্তি বলে স্বীকৃত হওয়া সুনীল গাভাস্কারকে (Sunil Gavaskar)। নিজের টেস্ট কেরিয়ারে ১০৮টি ক্যাচ নিয়েছিলেন ভক্তদের আদরের সানি। আজ বিরাট কোহলি যখন রবি অশ্বিনের বলে শেষ উইকেট হিসাবে ন্যাথান লিয়নকে স্লিপে ধরলেন তখন তার টেস্ট কেরিয়ারের ক্যাচ সংখ্যা দাঁড়ালো ১০৯।
এই মুহূর্তে অবসরের না নেওয়া ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ভারতীয় হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন। ১০৮ টেস্ট ম্যাচ খেলে ১০৯টি ক্যাচ নিয়েছেন তিনি। তারপরে থাকা অজিঙ্কা রাহানে এখন আর ভারতীয় দলে নিয়মিত নন। কিন্তু তিনি মাত্র ৮২ টি টেস্ট ম্যাচ খেলে ৯৯ টি ক্যাচ নিয়েছিলেন। বর্তমান প্রজন্মের ভারতীয় দলে সেরা ফিল্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা ছাড়া আর কাউকে তার ওপরে রাখা সম্ভব নয়।
বিরাট কোহলি এখনো সচিন টেন্ডুলকারের চেয়ে ছয়টি ক্যাচে পিছিয়ে রয়েছেন। তবে ১১৫ টি ক্যাচ ধরার জন্য সচিন টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ২০০ টি টেস্ট। তবে এই ব্যাপারে বিরাট কোহলিদের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় অনেক এগিয়ে বাকিদের চেয়ে। ১৬৩ টি টেস্ট ম্যাচ খেলে তিনি ক্যাচ নিয়েছেন ২০৯ টি। এই তালিকায় তার পরেই রয়েছে প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার এবং কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। ১৩৪ টি টেস্ট ম্যাচ খেলে ১৩৫টি ক্যাচ নিয়েছেন তিনি।
বিরাট কোহলি আজ নিজের ৩০০ তম আন্তর্জাতিক ক্যাচ ধরেছেন। টেস্ট ক্রিকেট ছাড়া তিনি ওডিআই-তে ২৭১ ম্যাচ খেলে ১৪১ টি ক্যাচ ধরেছেন। যদিও একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ক্যাচের তালিকায় সবচেয়ে এগিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (১৫৬)। টি-টোয়েন্টিতে বিরাট কোহলি ১১৫ ম্যাচ খেলে ৫০ ক্যাচ ধরেছেন। ওই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে বর্তমান অধিনায়ক রোহিত শর্মা যিনি ১৪৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৮ টি ক্যাচ ধরেছেন।