৫১ রান করে ড্রেসিংরুমে ফিরতে হলেও অবশেষে সচিন-কে টপকে গেলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করে ভারতের সামনে ২৯৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রোটিয়া বাহিনী। শুরুতে ৭০ রানের মধ্যে তিন উইকেট হারাতে হলেও অধিনায়ক তেম্বা বাভুমার ১১০ এবং ভ্যান ডার ডুসেনের মারকুটে ১২৯ রানের ইনিংসের সৌজন্যে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছে ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেও ধাওয়ান এবং কোহলি যথাক্রমে ৭৯ এবং ৫১ রানে আউট হন বিরাট। এরমধ্যেও একটি নতুন রেকর্ড গড়ে ফেলেছেন বিরাট। ভারতের হয়ে নিরপেক্ষ ভেন্যু বাদ দিয়ে দেশের বাইরে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন সচিন টেন্ডুলকারের (৫০৬৫) দখলে ছিল। কিন্তু আজ ৫১ রান করে সচিনকে পেছনে ফেলে দিলেন বিরাট (৫১০০)।

virat kohli

নিরপেক্ষ ভেন্যু বাদ দিয়ে দেশের বাইরে সর্বোচ্চ রান করা ভারতীয়দের তালিকা:
বিরাট কোহলি (৫১০০)
সচিন টেন্ডুলকার (৫০৬৫)
মহেন্দ্র সিং ধোনি (৪৫২০)
রাহুল দ্রাবিড় (৩৯২৮)
সৌরভ গাঙ্গুলি (৩৪৬৮)

প্রসঙ্গত, রান তাড়া করতে নেমে বেকায়দায় ভারত। এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে তাদের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৮৮। রাহুল (১২), ধাওয়ান, কোহলি, পন্থ (১৬), শ্রেয়স (১৭), ভেঙ্কটেশ আইয়ার (৭) সকলেই ফিরে গেছেন। প্রতিবেদনটি লেখার সময় ব্যাটিং করছেন রবি অশ্বিন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর