কোহলির চেয়ে ১২ গুন কম মাইনে পান বাবর! PCB-র আর্থিক অবস্থা নিয়ে খোঁচা ভারতের ক্রিকেটপ্রেমীদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগে প্রকাশিত বিসিসিআইয়ের (BCCI) নতুন কেন্দ্রীয় চুক্তিতে দেখা গেল একাধিক চমক। কিছু ক্রিকেটারের বেতন বৃদ্ধি পেয়েছে প্রত্যাশিত ভাবেই। কেউ কেউ দীর্ঘদিন মাঠে নামতে না পারলেও নিজের একই রকম বেতন ধরে রেখেছেন। আবার ভারতীয় দলের (Team India) হয়ে খারাপ পারফরম্যান্সের কারণে বেতনের অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে কিছু তারকার। এই ঘুম বেতন কমে যাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন লোকেশ রাহুল এবং শার্দুল ঠাকুর।

এতদিনে সকলেই জেনে গিয়েছেন বিসিসিআইয়ের সঙ্গে ‘গ্রেড এ প্লাস’ চুক্তিতে আবদ্ধ ক্রিকেটাররা সর্বাধিক বেতন পেয়ে থাকেন। এর আগে এই তালিকায় ছিলেন মাত্র তিনজন ক্রিকেটার এবং তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। গত সাত-আট মাস মাঠে নামতে না পারলেও বুমরা এই চুক্তিতে নিজের জায়গা ধরে রেখেছেন। এবার এই চুক্তিতে উঠে এসেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সাম্প্রতিক অতীতে অসাধারণ পারফরম্যান্স করে টেনে নিজেকে ভারতীয় দলের প্রত্যেকটি ফরম্যাটে অপরিহার্য প্রমাণ করেছেন। এবার থেকে তিনিও বিরাট রোহিতদের মতো বার্ষিক ৭ কোটি টাকা পাবেন।

jadeja ranji

বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে যারা সবচেয়ে কম বেতন পান অর্থাৎ যারা ‘গ্রেড সি’-তে তাদেরও বেতন হচ্ছে এক কোটি টাকা। এবার পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বাবর আজমের বেতন কত সেটা প্রকাশ্যে এসছে। এবং সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি রোহিত শর্মাদের চেয়ে প্রায় ১২ গুণ কম মাইনে পান।

জানা গিয়েছে বাবর আজমের পাশাপাশি পাকিস্তানের এই মুহূর্তের সেরা ক্রিকেটাররা অর্থাৎ শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা যে বেতন পান তা ভারতীয় ক্রিকেটারদের তুলনায় অত্যন্ত কম। সকলেই জানেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডে অবস্থা বিশাল ভালো নয়। তাদের ক্রিকেট আইসিসি থেকে প্রাপ্ত সাহায্য বা অনুদানের ওপর অত্যন্ত বেশি নির্ভরশীল।

জানা গিয়েছে যে পাকিস্তানের এই সেরা ক্রিকেটাররা বেতন পান ৪৩,৫০,০০০ টাকার কাছাকাছি। ভারতের গ্রেট সি চুক্তিবদ্ধ ক্রিকেটার অর্থাৎ ঈশান কিষান, দীপক হুডা, সঞ্জু স্যামসনরাও তাদের দ্বিগুণেরও বেশি টাকা রোজগার করে থাকেন। এই নিয়ে ভারতের অনেক নেটিজেনরাও পাকিস্তানের ক্রিকেটকে ব্যাঙ্গ করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর