বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। গত এক দশকে কোহলি ক্রিকেটে নিজের একটা বিশেষ জায়গা করে নিয়েছেন। তিনি মাঠে নামলেই তৈরি হয় নিত্যনতুন রেকর্ড। আর সেই কারণেই তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকে ক্রিকেট অনুরাগীদের। তিনি দেশে বা বিদেশে যেখানেই খেলুন না কেন, টিম ইন্ডিয়ার হয়ে প্রতিটি পরিস্থিতিতে রান করেছেন। তাঁর দুর্দান্ত কৌশল এবং ব্যাটিং দক্ষতা রয়েছে। ক্রিজে থাকলেই তিনি সহজেই বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। কিন্তু, কিছুদিন ধরে এমনটা দেখা যাচ্ছে না।
অনুরাগীদের হতাশ করলেন বিরাট (Virat Kohli):
২০২৪ সালে, বিরাট কোহলি (Virat Kohli) কাঙ্ক্ষিত পারফর্ম করতে সক্ষম হননি। শেষ ৮ টি টেস্ট ইনিংসে মাত্র ১ হাফ-সেঞ্চুরি রয়েছে কোহলির। আর এই বিষয়টিই অনুরাগীদের আশাহত করেছে। তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ টি ম্যাচ খেলে মোট ৪৮৩ রান করেছেন। এই সময়ের মধ্যে তাঁর এভারেজ হল ২১.৯৫।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পুরো কেরিয়ারে কোহলির (Virat Kohli) এত কম এভারেজ আর কোনও বছরে হয়নি। খারাপ ব্যাটিংয়ের কারণেই এই অবস্থানে পৌঁছেছেন তিনি। যদিও, ২০২৪ সাল এখনও শেষ হয়নি এবং এটাও সম্ভব যে তিনি যদি আসন্ন ম্যাচগুলিতে ভালো পারফর্ম করেন সেক্ষেত্রে তাঁর এভারেজ কিছুটা বাড়তে পারে। এর আগে, তার সবচেয়ে খারাপ এভারেজ ছিল ২০০৮ সালে। ওই বছর তিনি মোট ৫ টি ম্যাচ খেলে ১৫৯ রান করেন। সেই সময়ে তাঁর এভারেজ ছিল ৩১.৮০। জানিয়ে রাখি যে, ২০০৮ সালেই কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।
আরও পড়ুন: পরপর হারের জের! ভারতীয় খেলোয়াড়দের আর দেওয়া হবে না ছাড়, নেওয়া হল বিরাট সিদ্ধান্ত
বিরাট কোহলির প্রতি বছরে এভারেজ:
১. ২০০৮- ৩১.৮০
২. ২০০৯- ৫৪.১৬
৩. ২০১০- ৪৮.৬১
৪. ২০১১- ৩৯.১৪
৫. ২০১২- ৫৩.৩১
৬. ২০১৩- ৫৩.১৩
৭. ২০১৪- ৫৫.৭৫
৮. ২০১৫- ৩৮.৪৪
৯. ২০১৬- ৮৬.৫০
১০. ২০১৭- ৬৮.৭৩
১১. ২০১৮- ৬৮.৩৭
১২. ২০১৯- ৬৪.৬০
১৩. ২০২০- ৩৬.৬০
১৪. ২০২১- ৩৭.০৭
১৫. ২০২২- ৩৮.৫১
১৬. ২০২৩- ৬৬.০৬
১৭. ২০২৪- এখনও পর্যন্ত ২১.৯৫
আরও পড়ুন: এবার YouTube থেকেই করা যাবে কেনাকাটা! লঞ্চ হল দুর্ধর্ষ ফিচার, কিভাবে করবেন ব্যবহার?
আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৮০ টি সেঞ্চুরি: জানিয়ে রাখি যে, বিরাট কোহলি (Virat Kohli) ভারতের হয়ে একমাত্র খেলোয়াড় যিনি ৩ টি ফরম্যাটেই ১০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন। কোহলি ভারতীয় চলতি বছরে ভারতের T20 বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক T20 থেকে অবসরে নিয়েছেন। এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ মনোযোগ রয়েছে টেস্ট ও ODI-তে। তিনি সচিন তেন্ডুলকারের পর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করা খেলোয়াড়। বর্তমানে তিনি ৮০ টি সেঞ্চুরি করেছেন।