একসঙ্গে ১০ বিরাটের ছবি পোস্ট করলেন কোহলি, দিলেন আসল জনকে চেনার চ্যালেঞ্জ

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে বিরাট কোহলি আছেন ঠিকই, কিন্তু ভক্তদের কাছে তাকে চেনার চ্যালেঞ্জ ছিল। আসলে এই ছবিতে একসঙ্গে অনেক বিরাট কোহলিকে দেখা যাচ্ছে।

ভক্তদের সামনে আসল বিরাটকে চেনার চ্যালেঞ্জ করেছিলেন কোহলি। ছবিতে মোট 10 জন রয়েছে, কিন্তু আসল বিরাট মাত্র একজন। আর কোহলি সেই আসল বিরাটকে চিহ্নিত করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

বিরাট কোহলি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এই ছবিটি শেয়ার করেছেন। আর ছবিটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। বিরাট ভক্তরা সেখানে গিয়ে নিজেদের মতো করে কমেন্ট করছেন। আবার অনেকে মজাদার কমেন্টও করছেন।

https://twitter.com/avinash18vk/status/1495273998208598021?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1495273998208598021%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fsports%2Fcricket%2Fcricket-news%2Fvirat-kohli-posted-a-picture-with-look-a-likes-fans-identifies-him%2Farticleshow%2F89701797.cms

দু’একজন তো বিরাট কোহলিকে ট্রোল করে এও পর্যন্ত জিজ্ঞাসা করেছেন যে, বিরাটের মাঝে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কী করছে? আবার কয়েকজন বিরাট কোহলির মতোই দেখতে একজনের ছবি দিয়ে রিপ্লাই করে লিখেছেন, এটাই আসল বিরাট কোহলি।

https://twitter.com/erbmjha/status/1495275562394210304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1495275562394210304%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fsports%2Fcricket%2Fcricket-news%2Fvirat-kohli-posted-a-picture-with-look-a-likes-fans-identifies-him%2Farticleshow%2F89701797.cms

তবে যাই হোক, বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়কের শেয়ার করা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। আপনিও সেখানে গিয়ে নিজের মতো কমেন্ট করতে পারেন, এবং বিরাটকে চেনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর