বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইটাই কি বিরাট কোহলির জীবনের খেলার সেরা টি-টোয়েন্টি ইনিংস? প্রশ্ন থাকবে, তর্ক থাকবে, থাকবে ব্যঙ্গ, থাকবে সমালোচনাও। কিন্তু আজ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যে ইনিংসটা খেললেন বিরাট কোহলি, এইরকম এক একটা ইনিংস শুধুমাত্র স্মরনীয় হয়ে থাকে না, জীবন যুদ্ধে হেরে যাওয়া অনেককে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার প্রেরণা যোগায়।
এই প্রজন্মের সেরা ক্রিকেটার কে, সেই নিয়ে তর্ক থেকে যাবে। অনেকে বলবেন ডিভিলিয়ার্সের নাম, কেউ হয়তো বলবেন স্টিভ স্মিথের নাম। জো রুট বা কেন উইলিয়ামসনের নামও আলোচনায় উঠে আসলে অবাক হওয়ার পিছনে। কিন্তু অনেকেই হয়তো স্বীকার করবেন আজ বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছিলেন তেমনটা খেলা খুব বেশি ক্রিকেটারের পক্ষে সম্ভব নয়।
অনেকে অবশ্য এর জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্বকে দায়ী করতে পারেন। পাওয়ার প্লেতে যখন পাকিস্তানি পেসাররা ভারতের টপ অর্ডারকে নাস্তানাবুদ করে দিয়েছেন তখন টানা ৬ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়ে তিনি হার্দিক ও বিরাটের কাজটা সহজ করে দিয়েছেন। কিন্তু তাহলেও কোহলি বা হার্দিকের কৃতিত্ব কোনও অংশেই কম হয়ে যায় না।
পাকিস্তান: ১৫৯/৮
(শান মাসুদ: ৫২*, ইফতিকার: ৫১)
(হার্দিক: ৩/৩০, অর্শদীপ: ৩/৩২)
ভারত: ১৬০/৬
(বিরাট কোহলি ৮২*, হার্দিক পান্ডিয়া ৪০)
(হ্যারিস রাউফ ২/৩৬)