KKR-র বিরুদ্ধে বিরাট রেকর্ড কোহলির, কিন্তু সতর্ক থাকতে হবে এই বোলারের বিরুদ্ধে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার আইপিএল ২০২২ এর ষষ্ঠ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হতে চলেছে। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স দল প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে পরাজিত করে মরশুম শুরু করেছিল। কিন্তু ফ্যাফ দু প্লেসিসের নেতৃত্বাধীন আরসিবি প্রথম ম্যাচে পরাজয়ের মুখে পড়েছিল।

প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ব্যাট কলকাতার বিরুদ্ধে প্রচুর সবসময়ই ভালো চলে এসেছে। এমতাবস্থায় এই ম্যাচেও কোহলির কাছ থেকে দলের অনেক আশা থাকবে। ৩৩ বছর বয়সী বিরাট কোহলি এখনও পর্যন্ত কেকেআরের বিরুদ্ধে মোট ২৯ টি ম্যাচ খেলেছেন। বিরাট, প্রায় ১৩০ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি সহ মোট ৭৭৪ রান করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন বিরাট।

তবে নাইটদের হাতেও রয়েছে একটি তুরুপের তাস। কেকেআর-এর সেরা স্পিনার সুনীল নারায়নকে নিয়ে সতর্ক থাকতে হবে বিরাট কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ৩ বার। আইপিএলে সুনীল নারাইনের বিরুদ্ধে ৯৮ বল খেলে মাত্র ১০১ রান করতে পেরেছেন বিরাট। বিরাট এখনও পর্যন্ত আইপিএলে সুনীল নারাইনের বলে মাত্র একটি ছক্কা মেরেছেন। এর থেকে স্পষ্ট যে নারায়ণ বিরাটকে তার বলগুলিতে অবাধে রান করার সুযোগ দেন না।

sunil narine virat kohli

আরসিবির প্রথম ম্যাচে বিরাটকে অবশ্য ছন্দেই পাওয়া গিয়েছেন। ফ্যাফ দু প্লেসিস ও কার্তিকের ছায়ায় কিছুটা ঢাকা পড়ে গেলেও বিরাট ভালোই ব্যাট করেছিলেন। ২৯ বলে ৪১ রান করে অপরাজিত থেকে ফ্যাফ এবং কার্তিককে যোগ্য সঙ্গত দিয়েছেন তিনি। আজ তার দিকে তাকিয়ে থাকবেন আরসিবি ভক্তরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর