প্রত্যেক ম্যাচেই জার্সির ভিতর লাল টি-শার্ট পরে মাঠে নামছেন কোহলি, জানুন আসল রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে বিরাট কোহলি সেভাবে পারফরম্যান্স করতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বিরাট কোহলি। বেশ কয়েকটি ম্যাচে একাই ব্যাট হাতে দলকে টেনে নিয়ে গিয়েছেন। পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মঙ্গলবার এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল আর এই ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি। 56 রানের ঝকঝকে ইনিংস এল বিরাট কোহলির ব্যাট থেকে।

তবে এই সবের মধ্যেই ভারতীয় দর্শকদের নজর কেড়েছে বিরাট কোহলির জার্সি নিচের লাল টি-শার্ট। টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ থেকে এই লাল টি-শার্ট পরে মাঠে নামছেন তিনি। ওয়ানডে সিরিজেও ঘটল একই ঘটনা। পুনেতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের জার্সির ভেতরে লাল টি-শার্ট পরে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। যা সকলের নজর কেড়েছে।

https://twitter.com/asIam_as/status/1374269578788794372?s=20

তবে কেন বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে এই লাল টি-শার্ট পড়ে মাঠে নামছেন সেই ব্যাপারে কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে বেশ কয়েক জনের মতে এটি একটি কুসংস্কার। সম্ভাবত লাক ফ্যাক্টরের জন্যই বারবার এই টি-শার্ট পরে মাঠে নামছেন বিরাট কোহলি। অতীতে বহুবার অনেক বিখ্যাত ক্রিকেটারদের এই ধরনের কুসংস্কার মানতে অর্থাৎ লাক ফ্যাক্টর হিসেবে বিভিন্ন জিনিস করতে দেখা গিয়েছে তেমনি বিরাট কোহলিও হয়তো লাক ফ্যাক্টরের জন্যই দেশের জার্সির ভেতর লাল রঙের টি-শার্ট পরে প্রত্যেক ম্যাচে নামছেন। এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।


Udayan Biswas

সম্পর্কিত খবর