“প্র্যাক্টিসের সময় আওয়াজ কেন করছ!” ভক্তদের জোর ধমক দিলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্যায় শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। প্রথম ম্যাচে আয়োজক এবং গতবারের বিজয়ী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। তারপরে রবিবার, ২৩শে অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান মেগাম্যাচ। টুর্নামেন্ট শুরু হওয়ার অনেকদিন আগেই প্রস্তুতির কারণে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল রোহিতের ভারত। ইতিমধ্যেই ৩টি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা যার মধ্যে দুটিতে তারা জয় পেয়েছে।

দর্শকরা আপাতত ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনায় টগবগ করে ফুটছেন। স্থানীয় অনেকেই গিয়ে ভিড় জমাচ্ছেন ভারতীয় দলের অনুশীলন দেখতে। গতকালও এমন ঘটনা ঘটেছিল এবং সেই সময় প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নেটে ব্যাটিং করছিলেন। এক ভক্ত নেটের আড়াল থেকে চিৎকার করে তাকে ডেকে ওঠেন। বিরাট কোহলি এর প্রতিক্রিয়া হিসাবে যা করেছেন সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তখন ৩৩ বছর বয়সীর তারকা ক্রিকেটারে অবিলম্বে পেছন ঘুরে ভক্তদেরকে অনুশীলনের সময় চিৎকার না করার জন্য সতর্ক করেছিলেন কারণ এই আওয়াজ তার মনসিংযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। তার এই প্রতিক্রিয়ার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/Hemant18327/status/1583049731563216896?t=LXaTRCkDF3tz0BJgnt6ihw&s=19

সেই ভারতীয় ভক্তদের উদ্দেশ্যে বিরাট কোহলি হিন্দিতেই বলেন, “ইয়ার প্র্যাকটিস কে টাইম মে বোলো মাত, প্রবলেম হোতি হ্যায়। যাব রিল্যাক্স হোঙ্গে ট্যাব বোলেঙ্গে। ভক্তরাও তার এই অনুরোধ মেনে কিছুক্ষণ চুপ থাকেন। বিরাট নিজে এইমুহূর্তে অনেক পরিণত হয়েছেন এবং গত কিছু ম্যাচে নিজের সেরা ফর্মে পারফরম্যান্স করে চলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তার ব্যাট থেকে বড় রান আশা করছেন ভক্তরা।

কিন্তু ম্যাচের দিন ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। সন্ধ্যার দিকে বৃষ্টির পাশাপাশি ১৫ থেকে ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে বাতাস বইবে দক্ষিণ-পূর্ব অভিমুখে। ওই ম্যাচের জন্য যা টিকিট ছাড়া হয়েছিল তা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কানায় কানায় ভরা এমসিজিতে মুখোমুখি হওয়ার কথা ছিল বাবর আজম, বিরাট কোহলিদের। কিন্তু আবহাওয়ার অবস্থা হলে হয়তো ম্যাচটি আয়োজনই করা যাবে না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর