“269 signing off”, অবশেষে “বিরাট” সিদ্ধান্ত কোহলির! টেস্ট ক্রিকেট থেকে নিলেন অবসর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর, এমন খবর প্রকাশিত হয়েছিল যে কোহলিও ক্রিকেটের এই ফরম্যাট থেকে হয়তো অবসর নিতে চলেছেন। এমনকি, এই বিষয়ে BCCI-এর সাথেও আলোচনা করেন কোহলি। যেখানে BCCI তাঁকে তাঁর এই ভাবনাকে পুনর্বিবেচনা করতে বলেন।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি (Virat Kohli):

পাশাপাশি, এটাও জানা গিয়েছিল যে কোহলিকে (Virat Kohli) বোঝানোর জন্য ভারতীয় ক্রিকেটের একজন বড় নামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত কোহলি রাজি হলেন না। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা করেন বিরাট। জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের জন্য শীঘ্রই টেস্ট ক্রিকেট দল ঘোষণা করা হওয়ার কথা ছিল। তার আগেই বিরাট অবসরের ঘোষণা করলেন।

আরও পড়ুন: বাংলাদেশে জীবন বিপন্ন প্রাক্তন রাষ্ট্রপতির! ইউনূসের চোখ এড়িয়ে লুঙ্গি-গেঞ্জি পরে করলেন দেশত্যাগ

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিরাট কোহলি (Virat Kohli) ১২৩ টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ এভারেজে ৯,২৩০ রান করেছেন এবং ৩০টি সেঞ্চুরিও করেছেন। বিরাট কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত হন। তিনি তাঁর অধিনায়কত্বে ৬৮ টি টেস্ট ম্যাচের মধ্যে ৪০ টিতেই জয় হাসিলকরেন। ২০১৬-২০১৯ মরশুমে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেন। তিনি ৪৩ টি টেস্ট ম্যাচে ৬৬.৭৯ এভারেজে করেছিলেন ৪,২০৮ রান। এদিকে, কোহলি ৬৯ টি ইনিংসে ১৬ টি সেঞ্চুরি এবং ১০ টি হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁর এই পারফরম্যান্স তাঁকে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় করে তুলেছে।

আরও পড়ুন: পাক পরমাণু ঘাঁটিকে নিশানা করতেই খেল খতম! ভারতের কাছে কীভাবে মাথা নত করল পাকিস্তান?

এদিকে, অবসরের ঘোষণা করে তিনি (Virat Kohli) ইনস্টাগ্রামে লিখেছেন, “টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার ১৪ বছর হয়ে গেছে। সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে কোন সফরে নিয়ে যাবে তা আমি কখনও কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি আমার বাকি জীবন আমার সাথে বহন করব। সাদা পোশাকে খেলাটা খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা। শান্ত পরিশ্রম, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতে পায় না। কিন্তু চিরকাল তোমার সাথে থাকে।”

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাট (Virat Kohli) আরও লিখেছেন, “আমি যখন এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, তখন এটা সহজ নয়। তবে এটা ঠিক মনে হচ্ছে। আমি আমার সর্বস্ব দিয়েছি এবং এটি আমাকে আমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে।আমি হৃদয়ে অনেক কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। খেলার জন্য যাঁদের সাথে আমি মাঠ ভাগ করে নিয়েছিলাম এবং যাঁরা আমাকে পথ দেখেছেন তাঁদের সকলের জন্য আমার কৃতজ্ঞতা। আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাবো। #২৬৯, সাইনিং অফ।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X