উইলিয়ামসন ও বিরাটের সেই আড্ডার গোপন কথা ফাঁস করলেন বিরাট কোহলি।

ভারত বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাউন্ট মাউনগানুইতে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে একসাথে বসে আড্ডা মারতে দেখা যায়। তারপর থেকেই ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করে সেদিন দুজনে বসে কি আলোচনা করছিলেন? এবার সেই গোপন কথা ফাঁস করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারত এবং নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দূতাবাসে গিয়ে হাজির হয় পুরো টিম ইন্ডিয়া ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও। সাধারণত কোন দেশে খেলতে গেলে সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে একবার হলেও যায় পুরো টিম। তেমনি নিউজিল্যান্ডে খেলতে গিয়েও তার ব্যতিক্রম হল না। সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়েছিল ভারতীয় দল। সেখানে গিয়েই সেই গোপন আড্ডার কথা ফাঁস করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

10630198093354755452d0cb9b3c520102f66500f

বিরাট কোহলি জানালেন আমি এবং কেন উইলিমসন দুজনেই খুব ভালো বন্ধু এবং সেই দিনও আমাদের দুজনের মধ্যে ক্রিকেট সম্বন্ধে আলোচনা হচ্ছিল। সেই সাথে জীবন সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা হয় আমাদের মধ্যে। আমরা দুজনে দুই দেশের সম্পর্কের কথা আলোচনা করি সেই সাথে নিজেদের দলের খেলা আরো কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করি। বিরাট কোহলি জানান আমি এবং উইলিয়ামসন দুজনে দুই প্রান্তের মানুষ কিন্তু আমাদের দুজনেরই মানসিকতার অনেক মিল রয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর