তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরেই ভারতীয় দলের দুর্বলতা প্রকাশ্যে আনলেন অধিনায়ক বিরাট কোহলি।

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের ঘরের মাঠে একের পর এক সিরিজ খেলে নিজেদের যাচাই করে নিচ্ছে ভারতীয় দল। টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে পুরোপুরি ভাবে দেখে নেওয়া হচ্ছে ভারতীয় দলকে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বিশ্বকাপে ভারতীয় দলের দুর্বলতা প্রকাশ্যে নিয়ে এলেন।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রান তাড়া করে খুব সহজেই জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলির ব্যাটের উপর ভর করে সাত উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। তবে তৃতীয় ম্যাচে টসে জিতে চেস করার করার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে বিরাট কোহলি যুক্তি দেন সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই আমরা আমাদের দল পরীক্ষা করে দেখে নিচ্ছি। বিরাট বলেন আমাদের দল চেস করার ক্ষেত্রে খুবই শক্তিশালী, কিন্তু প্রথমে ব্যাটিং করে সেটা ডিফেন্ড করার ক্ষেত্রে কিছুটা হলেও দুর্বলতা রয়েছে আমাদের। তাই চেন্নাস্বামীর মত মাঠে যেখানে চেস করা খুবই সহজ হওয়ার পরও তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

AAE9pbD

সেই সাথে এইদিন বিরাট কোহলি জানান যে আমরা পরে ব্যাটিং করে রান চেস করার ক্ষেত্রে খুবই শক্তিশালী। কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে প্রথমে ব্যাটিং করাতে অর্থাৎ প্রথমে ব্যাটিং করে দ্রুত রান করার ক্ষেত্রে ভারতীয় ব্যাটিং লাইন আপের দুর্বলতা রয়েছে।  আর তাই বিশ্বকাপের আগে আমরা আমাদের দুর্বল জায়গা গুলি খুঁজে নিয়ে সেগুলিকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর