বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ভারতীয় ব্যাটিং লাইন আপকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। জাদেজাকে (Ravindra Jadeja) সঙ্গে নিয়ে ভারতের বিপর্যয় কাটিয়ে দিয়েছিলেন। আজ দৃষ্টিনন্দন একাধিক শট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৬ তম এবং টেস্ট ক্রিকেটে নিজের ২৯ তম শতরান পূরণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই প্রতিবেদনটি লেখার সময় তার এবং রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে রীতিমতো চালকের আসনে চেপে বসেছে ভারত।
এর আগে আজ অবধি কোন ক্রিকেটার নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এই বিশেষ ম্যাচে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার (৪৮) নামে। প্রথম ক্রিকেটের হিসেবে বিরাট কোহলি এই বিশেষ মাইল ফলকের ম্যাচে শতরান করার রেকর্ড করলেন আজ।
এর আগে সচিন টেন্ডুলকার কোনও ক্রিকেটারের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সব থেকে বেশি শতরান করার রেকর্ড নিজের নামে রেখেছিলেন। নিজের কেরিয়ারের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সচিবের নামের পাশে ছিল ৭৫ টি শতরান। আর এখন বিরাট কোহলির নামের পাশে এই বিশেষ মুহূর্তে রয়েছে ৭৬ টি শতরান।
প্রতিবেদনটি লেখার সময় বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মধ্যে পার্টনারশিপ দেড়শো রানের গণ্ডি অতিক্রম করেছে। ভারতের তারকা অলরাউন্ডার নিজের টেস্ট কেরিয়ারের ১৯তম অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। সকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে কোনও সুযোগ দেননি বললেই চলে দুজনে। শেষপর্যন্ত কোনও বোলার নয়, আলঝারী জোসেফের দুরন্ত থ্রোয়ে ২০৬ বলে ১১টি চার সহ ১২১ রান করে রানআউট হন কোহলি।
বিশ্বকাপের আগে দুই তারকার ফর্মে ফেরাটা সুখবর ভারতের জন্য, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু শুধুমাত্র দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইবেন যে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও এই একই পারফরম্যান্স বজায় রাখুক ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা।