আহমেদাবাদ টেস্ট রানে ফেরালো কোহলিকেও! তৃতীয় দিনের শেষে ভালো জায়গায় ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদে রানে ফিরলেন কোহলিও (Virat Kohli) । তবে বিষয়টা হয়তো এমনভাবেও বলা যায় যে আহমেদাবাদ রানে ফেরালো বিরাট কোহলিকে। এই সিরিজে অন্যান্য ম্যাচগুলি তৃতীয় দিন সম্পূর্ন হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছিলো। কিন্তু এদিন তৃতীয় দিনের শেষেও আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) স্পিনারদের জন্য ন্যূনতম সাহায্য দেখা যায়নি। অস্ট্রেলিয়ার মতো, ভারতীয় দলের (Team India) ব্যাটাররাও সেই পরিস্থিতির সম্পূর্ণ ফায়দা তুলেছেন।

শতরান করেছেন ভারতের তরুণ তারকা ওপেনার শুভমান গিল। রোহিত শর্মা ৩৫ রান করে সকালে নিজের উইকেট ছুঁড়ে এসেছিলেন। চেতেশ্বর পূজারা ৪২ রান করে দুর্ভাগ্যবশত এলবিডব্লিউ হয়েছেন। এরপর শুভমান গিলও ১২৮ রানের ব্যক্তিগত স্কোরে লিয়নের বলে এলবিডব্লিউ হয়েছেন। কিন্তু সেখানে থেকে শুরু হয় কোহলির দুর্দান্ত ব্যাটিং।

গিলের সাথে ৫৮ রানের একটি কার্যকরী পার্টনারশিপ গড়েছিলেন তিনি যেখানে তিনি ছিলেন বেশি আগ্রাসী। গিল আউট হওয়ার পরে অবশ্য কিছুটা সতর্কতার সাথেই ব্যাটিং করেছেন তিনি। কাউকে কোনও সুযোগ না দিয়ে জাদেজার সাথে ব্যাটিং করে নিজের ২৯ তম টেস্ট অর্ধশতরান সম্পূর্ণ করেছেন তিনি।

kohli late cut

এই অর্ধশতরানটি বিরাট কোহলির নিজের আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। গত ১ বছর ধরে এই ফরম্যাটে ৫০ রানের গন্ডি পার করতে ব্যর্থ হয়েছিলেন বিরাট। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেখানে এক আত্মবিশ্বাসী কোহলিকেই চাইবেন অধিনায়ক রোহিত শর্মা।

তৃতীয় দিনের শেষে ৯৯ ওভার ব্যাটিং করে ভারত ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৮৯ রান। ক্রিজে ১৬ রান করে রয়েছেন অপরাজিত জাদেজা। কোহলি ৫৯ রান করে অপরাজিত আছেন। অজিরা এখনও ১৯১ রানে এগিয়ে। প্রতিটা সেশনে একটি করে উইকেট পেয়েছে তারা। চতুর্থ ও পঞ্চম দিন পিচের কোনও নাটকীয় পরিবর্তন না হলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর