রান করলেন, অসুস্থ অজি তারকাকে নাচ দেখালেন! বিশ্বকাপের আগে খোশমেজাজে কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। এই সিরিজ ভারত এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে। সবচেয়ে বড় কথা হল বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) মতন মহাতারকাদের ছাড়াই ভারতীয় দল এই সিরিজটা জিতে নিতে পেরেছে। ফলে সিরিজের রাজকোটে আয়োজিত তৃতীয় ওডিআই ম্যাচটি নিয়ম রক্ষার হয়ে উঠেছিল।

তবে বিশ্বকাপের আগে এরকম একটা প্রস্তুতি ম্যাচ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পেয়ে ভারতীয় দলের পক্ষে খুশি হওয়াটাই বেশি স্বাভাবিক। সিরিজের এই শেষ ম্যাচের রোহিত, বিরাটরা মাঠে ফিরেছেন। কিছু ক্রিকেটার যারা টানা ম্যাচের মধ্যে রয়েছেন তাদের এই শেষ ম্যাচটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতীয় বোলারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টপ অর্ডারের ব্যাটাররা বিধ্বংসী ব্যাটিং করেন এবং অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের স্কোর অবধি নিয়ে যান। বুমরা, সিরাজ, কুলদীপদের রাজকোটের পাটা উইকেটে অত্যন্ত অসহায় দেখাচ্ছিলো।

ম্যাচ চলাকালীন গরমের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেশ কয়েকবার ব্যাট করতে নেমে সমস্যায় পড়েন। মিচেল মার্শ আউট হওয়ার পর কিছুক্ষণের জন্য স্টিভ স্মিথকে চেয়ারে বসিয়ে তার শুশ্রূষা করতে হয় মাঠের মধ্যেই। এই সময় বিরাট কোহলিকে কেন্দ্র করে একটি মজার ঘটনা ঘটে।

সময় নষ্ট হওয়ার কারণে মাঝে কিছুটা সময় ছিল। সেই সময় নতুন ক্রিজে আসা অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানের সঙ্গে গিয়ে গল্প জুড়ে দেন বিরাট কোহলি। তাকে বিভিন্ন ভঙ্গিতে নৃত্য করে দেখান তিনি। এরপর তার আরসিবি দলের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল যখন ব্যাট করতে এসেছিলেন তখনও একই কাজ করেন বিরাট। তিনি যে বিশ্বকাপের আগে খোশ মেরে যেই আছে এই ঘটনাগুলি তার প্রমাণ।

আরও পড়ুন: ফের সেট হয়েও শতরান হাতছাড়া রোহিতের! অবিশ্বাস্য ক্যাচ ধরে হিটম্যানকে ফেরালেন ম্যাক্সওয়েল

এরপর ব্যাট করতে নেমে আগ্রাসী ভঙ্গিতে একটি অর্ধশতরান করেন বিরাট। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেললেও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। ভারতের বাকি টপ অর্ডার ব‍্যাটারদের মতোই তিনিও গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন। একজন সাধারন মানের স্পিনারও ভারতের এই ফর্মে থাকা ব্যাটিং অর্ডারকে বেকায়দায় ফেলেছে। বিষয়টা নিয়ে বিশ্বকাপের আগে আলাদা করে ভাবতে হবে রাহুল দ্রাবিড়কে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর