বাংলা হান্ট নিউজ ডেস্ক: হংকংয়ের বিরুদ্ধে করেছিলেন দুরন্ত অর্ধশতরান। কিন্তু দুর্বল প্রতিপক্ষ হওয়ায় সমালোচকরা বিশেষ পাত্তা দিতে চাননি তার ইনিংসকে। বরং সূর্যকুমার যাদবের মতো আগ্রাসী ব্যাটিংয় না করে তিনি কেন অত ধীরগতিতে রান তুলেছেন সেই নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি দলের থাকায় দলের ক্ষতি হচ্ছে বলেও অনেকে মন্তব্য করেছিলেন। আজ পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারত যখন দ্বিতীয়বার মাঠে নামল ভারত, তখন ব্যাট হাতে নিজের সমালোচকদের যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি।
আজ পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। গত ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মনে ত্রাস সৃষ্টি করা তরুণ পেসার নাসিম শাহকে আজ বেশ ভালোভাবেই খেললেন রাহুল এবং রোহিত। কিন্তু অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেও এবং ভারতের শুরুটা ভালো হলেও বড় রান করতে ব্যর্থ হলেন দুই ওপেনার। রোহিত এবং রাহুল দুজনেই মাত্র ২৮ রানের ব্যক্তিগত স্কোরে আউট হন।
এরপর অপর দিক দিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতীয় দল। কিন্তু নিজের উইকেটটা যেন প্রাণ দিয়ে আগলে রাখছিলেন বিরাট কোহলি। অত্যন্ত আগ্রাসী না হলেও কিছু দৃষ্টিনন্দন শট বেরিয়ে আসে তার ব্যাট থেকে। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ভারতের হিরো হওয়া হার্দিক পান্ডিয়া আজ চূড়ান্ত ব্যর্থ। কোন রান না করেই প্যাভেলিয়নে ফিরেছিলেন তারকা অলরাউন্ডার। ফলে বিরাটের দায়িত্ব যেন আরো বেড়ে গিয়েছিল।
শেষ ওভার অবধি ক্রিজে থেকে ভারতকে ১৮০ রানের গণ্ডি পার করিয়ে দেন বিরাট। ৪৪ বলে ৪ টি চার এবং একটি ছক্কা সহযোগে ৬০ রান করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ইনিংসের শেষ দুই বলে হ্যারিস রউফকে দুটি চার মেরে ভারতের ১৮০ গণ্ডি পেরোনোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখেননি এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার তরুণ লেখক স্পিনার রবি বিশ্নই। আজ দলে ভারসাম্য রাখতে রোহিত শর্মা বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন। দীনেশ কার্তিক এবং আবেশ খান দল থেকে বাদ পড়েছিলেন। <span;>তাদের জায়গায় দলে এসেছিলেন দীপক হুডা এবং এই তরুণ বিশ্নই। ফুটা ব্যাট হাতে ১৪ বলে ১৬ রানের বেশি করতে পারেননি।
আজকের অর্ধশতরানের পর বিরাট কোহলি এককভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক হয়ে গেলেন। বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আজকের ম্যাচের আগে এই রেকর্ডটি ভাগ করে নিয়েছিলেন তিনি। আজকের ম্যাচের পর বিরাট কোহলির অর্ধশতরান সংখ্যা দাঁড়াল ৩২-এ। রোহিত দ্বিতীয় স্থানে রয়েছেন ৩১ টি অর্ধশতরান নিয়ে। তৃতীয় স্থানে থাকা বাবর আজম আজকের ম্যাচে ১৪ রানে আউট হয়েছেন। তার অর্ধশত রান সংখ্যা ২৭। <span;>বিরাট কোহলি তাঁর বর্তমান ফর্ম অব্যাহত রাখতে পারলে পরের ম্যাচে রোহিত শর্মার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৫০০ রানের গণ্ডি অতিক্রম করতে পারবেন।