ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন কোহলি! ইংল্যান্ডের বিরুদ্ধেই দিতে হবে বিরাট পরীক্ষা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জীবনের সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অধিনায়কত্ব হারিয়েছেন, ব্যাটে রান নেই, ভক্তদের সমালোচনা সবমিলিয়ে সময়টা যেন ক্রমশই দুর্বিষহ হয়ে উঠেছে তার কাছে। এতদিন কোহলির শতরান না পাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তার ভক্তরা। অতীতের শত রান না পেলেও কোহলি গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলছিলেন। ২০২২-এ এসে সেই টুকু করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন বিরাট। বিসিসিআই এর অন্দরমহল থেকে খবর আসছে যে টিম ম্যানেজমেন্টের বিরাটকে মোহভঙ্গ হয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। বিরাট কোহলি সহ বেশকিছু তারকা ক্রিকেটারকে ওই ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। ওয়ানডে সিরিজ শেষ হলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই দল বিসিসিআই এখনও ঘোষণা করেনি, কারণ তারা আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তারপর ওই সিরিজের জন্য দল ঘোষণার সিদ্ধান্ত নেবেন। মনে করা হচ্ছে বিরাট কোহলি দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজের যোগ্যতায় যদি প্রমাণ না করতে পারেন তাহলে হয়তো তাকে ওই দল থেকে ছেঁটে ফেলাও হতে পারে।

kohli duck 1720x1000

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত, পন্থ, পান্ডিয়ার মত তারকারা না থাকলেও তারা টি-টোয়েন্টি সিরিজের জন্য নিশ্চিত ভাবেই উড়ে যাবেন। খুব সম্ভবত বুমরাকে ওই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু কহলি ওই সিরিজে উড়ে যাবেন কিনা তা নির্ভর করছে ইংল্যান্ডের বিরুদ্ধে তার পারফরমেন্সের উপর।

যদিও বিসিসিআই তত্ত্ব নিয়ে বিরক্ত অনেক ক্রিকেটভক্তই। রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর থেকে ভারতের হয়ে কতগুলো ম্যাচ খেলেছেন তা হাতে গুনে বলা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে হার্দিক পান্ডিয়া এখনো অবধি একটিমাত্র সম্পূর্ণ সিরিজ খেলেছেন। কোহলি, বুমরা শামিকেও অতিরিক্ত পরিমাণে বিশ্রাম দেওয়া হচ্ছে ফলে ভারতীয় দলে স্থায়িত্ব গড়ে উঠছে না। একমাত্র কৃষক পন্থী হয়তো এমন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যিনি ভারতের হয়ে প্রায় প্রতিটা সিরিজেই অংশগ্রহণ করছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর