বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলি মানেই রেকর্ড। ব্যাট হাতে বিরাট কোহলি মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড তৈরি হয়। আর আজ ফের এক নতুন রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে। আর মাত্র 10 রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 9000 রান পূর্ণ করে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে 2007 সালে। তখন থেকে আজ পর্যন্ত বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় জাতীয় দল, আইপিএলে ব্যাঙ্গালুরু এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে। তিনটি দলের হয়ে মোট 285 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিরাট কোহলির রান সংখ্যা 8990। এর মধ্যে শুধুমাত্র রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই বিরাট কোহলি করেছেন 5926 রান, জাতীয় দলের হয়ে বিরাট কোহলি রান সংখ্যা 2794 রান। অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে আইপিএলেই বিরাট কোহলি সবথেকে বেশি রান করেছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান রয়েছে ইউনিভার্সাল বস ক্রিস গেইলের খাতায়। তিনি সারা বিশ্বের মোট 15 টি দলের হয়ে টিটোয়েন্টি ক্রিকেট খেলেছেন এবং মোট 13296 রান করেছেন। তারপর রয়েছেন কায়রন পোলার্ড 10370, শোয়েব মালিক 9926, ব্রেন্ডন ম্যাককালাম 9922, ডেভিড ওয়ার্নার 9451, অ্যারন ফিঞ্চ 9148 এবং তারপরেই এই তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের 9000 রানের গন্ডি টপকানোর সুযোগ রয়েছে বিরাট কোহলির কাছে।