বাংলা হান্ট ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) যখনই ব্যাট হাতে মাঠে নামেন, তখনই তিনি কোনও না কোনও রেকর্ড করে করেন। সেই রেস্ট বজায় রেখেই এবার বিরাট নজির গড়লেন কোহলি। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিরাট এবার T20 ক্রিকেটে ১৩,০০০ রান করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন।
ফের দুর্ধর্ষ নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli):
উল্লেখ্য যে, ২০২৫ সালের IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে চলা ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এই ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হচ্ছে। ওই ম্যাচের আগে, বিরাট (Virat Kohli) ৪০২ টি ম্যাচের ৩৮৫ টি ইনিংসে ১২,৯৮৩ রান করেছিলেন। তবে, ওই ম্যাচের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে ৪ মেরে তিনি ১৩,০০০ রান পূর্ণ করেন।
বিরাট (Virat Kohli) পঞ্চম ব্যাটার হিসেবে ১৩,০০০ রান করলেন: বিরাট কোহলির আগে এই ফরম্যাটে চারজন ব্যাটার ১৩,০০০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ছাড়াও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের শোয়েব মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডও করেছেন ১৩,০০০ রান। তবে, গেইলই একমাত্র ব্যাটার যাঁর ১৪,০০০-এরও বেশি রান রয়েছে। যদিও, সবচেয়ে কম ইনিংসে ১৩,০০০ রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। তিনি ৩৮৬ টি ইনিংসে এই রেকর্ড তৈরি করেছিলেন।
আরও পড়ুন: শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ! কবে হবে কলকাতা ডার্বি? জানুন পূর্ণাঙ্গ সূচি
T20-তে সর্বোচ্চ রান সংগ্রাহক:
১. ১৪,৫৬২ রান – ক্রিস গেইল
২. ১৩,৬১০ রান – অ্যালেক্স হেলস
৩. ১৩,৫৫৭ রান – শোয়েব মালিক
৪. ১৩,৫৩৭ রান – কাইরন পোলার্ড
৫. ১৩,০৫০ রান – বিরাট কোহলি
আরও পড়ুন: রইস থেকে সমীর, মরিয়ম হলেন সোনি! হিন্দু ধর্মে ধর্মান্তরিত মুসলিম দম্পতি
২৯ বলে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট: জানিয়ে রাখি যে, ওই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) দুর্দান্ত ফর্মে ছিলেন। দ্বিতীয় ওভারে দীপক চাহারের বিরুদ্ধে তিনি চার মারেন। তারপর তৃতীয় ওভারে তিনি ট্রেন্ট বোল্টের বলে পরপর চার মারেন। জসপ্রীত বুমরাহর বলে ছক্কা মারেন কোহলি। তিনি ২৯ বলে তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। ওই ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৬৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস। তবে, ১৪ তম ওভারের প্রথম বলেই বিরাটকে আউট করেন হার্দিক পাণ্ডিয়া। মোট ৪২ বলের ইনিংসে RCB-র প্রাক্তন অধিনায়ক ৮ টি চার এবং ২ টি ছক্কা মারেন।