টি২০ মহাযুদ্ধের আগে পাকিস্তানকে নিয়ে বড় বয়ান ভারত অধিনায়ক বিরাট কোহলির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের শুরুর দিনেই ভারতের সামনে রয়েছে একটি বড় মহা যুদ্ধ। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে তারা। যেহেতু দুবছর পর ফের একবার লড়াইয়ে নামছে এই দুই দল, তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচ দিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন একাধিক বিশেষজ্ঞ। তবে প্রায় সকলেই একমত পুরনো রেকর্ডে ভারত এগিয়ে থাকলেও ম্যাচে রেকর্ড কোন কাজে লাগবে না। কারণ বিশেষত টি-টোয়েন্টি ফরম্যাটে একজন খেলোয়াড়ই একা হাতে খেলা ঘুরিয়ে দিতে পারেন।

তবে তাও সব মিলিয়ে দেখতে গেলে যে পাকিস্তানের বিরুদ্ধে কিছুটা এগিয়ে আছে ভারত এ নিয়ে কোন সন্দেহ নেই। এবার এই ম্যাচ নিয়ে ফের একবার বড় বয়ান দিলেন অধিনায়ক বিরাট কোহলি। এর আগেই তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নিয়ে আলাদা করে কোনো চাপ নিচ্ছেন না তারা। অন্যান্য দলের বিরুদ্ধে যেভাবে খেলবে ভারত, সেভাবেই পাকিস্তানের বিরুদ্ধেও রণনীতি সাজাচ্ছেন তারা। একইসঙ্গে তিনি এও বলেছিলেন বড় বড় বয়ান দেওয়ায় তিনি বিশ্বাস করেন না।

এবার ম্যাচের আগে প্রেস কনফারেন্সেও একই বক্তব্য রাখলেন বিরাট। তিনি বলেন, “পাকিস্তান একটি ভালো দল। তারা বরাবরই শক্তিশালী দল। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না এবং এই ম্যাচটি আমরা সেভাবেই খেলব যেভাবে আমরা অন্যান্য দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। রেকর্ড আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এবং দলও এসবে খুব বেশি মনোযোগ দেয় না।”

একইসঙ্গে এদিন হার্দিক পান্ডিয়াকে নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আদৌ বল হাতে ভারতকে সাহায্য করতে পারবেন কিনা তা ছিল একটি বড় প্রশ্ন। কারণ নির্বাচকরা তৃতীয় জোরে বোলার হিসেবে দেখেছিলেন তাকেই। বিরাট জানিয়েছেন হার্দিক এখন অনেকটাই সুস্থ দলের প্রয়োজনে তিনি দু ওভার বলও করতে পারবেন। তবে তার বোলিং নিয়ে এখনই ততখানি চিন্তিত নন বিরাট, একথাও জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য প্র্যাকটিস ম্যাচে বহুদিন পর বল করতে দেখা গিয়েছিল কোহলিকেও। তাই প্রয়োজনে হয়তোবা এক দু ওভার হাত ঘোরাতে দেখা যেতে পারে তাকেও।

 

X