ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যতে এই পেশায় যুক্ত হবেন কোহলি! এখনই দিলেন ইঙ্গিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল রয়েছে ক্যারিবিয়ান সফরে। সেখানে টেস্ট সিরিজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে। সেই সিরিজে ১-০ ফলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় পেয়েছে ভারত। প্রথম টেস্ট ম্যাচে যশস্বী, রোহিত, অশ্বিনের দাপুটে পারফরম্যান্সের সামনে উড়ে গিয়েছে ক্যারিবিয়ানরা। এরপর ভারতীয় দল বৃহস্পতিবার থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে।

বৃষ্টির জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ায় ম্যাচটি ড্র হয়েছে। শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮৯ রান। এমন অবস্থায় বৃষ্টি এসে যাওয়ায় ম্যাচটি আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

এরপরেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় মজে থাকতে দেখা যায় বিরাট কোহলিকে। এই ফিরিত শুরুর আগেও তিনি তরুণ ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের নানান রকম পরামর্শ দিচ্ছিলেন এমনটা দেখা গিয়েছিল। এই মুহূর্তে দলে থাকা ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে কথা বলার এই সুযোগ ছাড়েননি দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনে।

v kohli

অনেকেই এই দৃশ্য দেখার পর সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করেছেন যে বিরাট কোহলি যেভাবে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেন এবং যে দলেরই হোক না কেন সেই ক্রিকেটারদের টেকনিক্যাল দিকগুলি বুঝিয়ে দেন, তা দেখে যেন মনে হয় ভবিষ্যতে তিনি কোচিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেবেন।

এর আগে আইপিএল বা অন্যান্য বিভিন্ন সিরিজেও এভাবে প্রতিপক্ষ খেলোয়াড় সাহায্য করেছেন তিনি। তার সঙ্গে যারা ভদ্রভাবে কথা বলতে আসে তাদের কোনওদিনও পরামর্শ না দিয়ে ফেরান না তিনি। তার মধ্যে একটা সহজাত শিক্ষকসুলভ মানসিকতা রয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর