নিজের ওপরেই বিরক্ত কোহলি হংকং ম্যাচের আগে অনুশীলন ছেড়ে গা ঘামালেন জিমে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাওয়া গিয়েছিল অসাধারণ একটি জয়। তারপর আপাতত ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ জিতলেও বেশকিছু খামতি ভারতীয় দলের খেলায় ছিল। সেগুলি যাতে পরের ম্যাচগুলিতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে দিকে নজর রাখছেন করোনা থেকে সুস্থ হয়ে ফেরা ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা এশিয়া কাপের আগের ফরমেট ছিলেন তার একটি ম্যাচে রান না পাওয়া নিয়ে খুব বিচলিত নন কেউই। কিন্তু চিন্তা সকলের রয়েছে বিরাট কোহলিকে নিয়ে।

রবিবার নিজে যখন ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি তখন ভারতীয় দল লোকেশ রাহুলকে দ্রুত হারিয়ে চাপে পড়ে গিয়েছে। নিজের দ্বিতীয় বলেই অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়েও স্লিপে ফখর জামানের হাত থেকে ক্যাচ পড়ে যাওয়ায় বেঁচে যান বিরাট কোহলি। এরপর ভাগ্যক্রমে একটি ছক্কাও ব্যাটের কানায় লেগে চলে আসে তার ঝুলিতে। দু-তিনটি দৃষ্টিনন্দন শটও এরপর খেলেন বিরাট কোহলি। কিন্তু রোহিত শর্মা আউট হওয়ার পরে সময়ের ব্যবধানে দায়িত্বজ্ঞানহীন এর মত একটি বড়সড় খেলতে গিয়ে ফের একবার বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি।

এরপরে তার কড়া সমালোচনা করেছিলেন সুনীল গাভাস্কার। তিনি বলেছিলেন যে খাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের উইকেট ছুঁড়ে এসেছেন তা ক্ষমার অযোগ্য। ক্ষিপ্ত গাভাস্কার এতটাই সহ্য সীমা অতিক্রম করে গিয়েছিলেন যে তিনি এই কথা ও বলে দেন যে হংকং এর বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দলের বাইরে রেখেই যেন হার্দিককে অধিনায়ক করে একাদশ নামান রাহুল দ্রাবিড়।

তবে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যে ভারতীয় দল নিজেদের পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে যেখানে বিরাট কোহলি নিশ্চিতভাবেই অংশ হবেন দলের। চলতি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহী, নেপালের মতো দেশগুলিকে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে হংকং। কিন্তু যোগ্যতা অর্জন পর্ব একরকম ব্যাপার আর মূলপর্ব সম্পূর্ণ অন্যরকম ব্যাপার। সেখানে হংকং খুব একটা লড়াই করতে পারবেন না বলেই সকলের ধারণা। এই হংকং এর বিরুদ্ধে মাঠে নামার আগেই সিমের অফার মতো গা ঘামাতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে।

নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে নিজের ওয়ার্ক আউটের ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এশিয়া কাপ শুরুর আগে বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে গত একমাস কতটা মানসিক চাপে ছিলেন তিনি। ইংল্যান্ড সফরের পর তার মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে প্রায় একমাস ব্যাটে হাতই লাগাননি তিনি। তবে হংকং ম্যাচের আগে বিরাটের অনুশীলনের ছবি দেখে এখন স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে যে সেই খারাপ সময়কে পিছনে ফেলে এসেছেন এই তারকা। ফর্মে ফেরার জন্য খুব ভালো সুযোগ রয়েছে তার পরের ম্যাচে। সেই সুযোগটি দু’হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইবেন কোহলি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর