বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘদিন ধরে অফ ফর্মে কাটানোর পর গত বছরের শেষ এবং চলতি বছরের শুরু থেকে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছিলেন। যদিও তিনি আবার ছন্দ হারিয়েছেন সম্প্রতি এমনটা মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ওডিআই সিরিজে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) টেস্ট সিরিজে এখনো প্রশংসা করার মতো কিছু করতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। তবে তার আগে তিন চার মাস ধরে বিরাট কোহলি যে ছন্দটা দেখাচ্ছিলেন তা মনে করিয়ে দিচ্ছিলো পুরনো দিনের কথা।
কিন্তু কিছুদিন আগে অবধি বিরাট টানা যে ছন্দ হীনতায় ভুগছিলেন সেই সম্পর্কে সম্প্রতি আইপিএলের আগে আরসিবির একটি পডকাস্টের মুখ খুলেছেন তিনি নিজেই। তার কিছু কথাবার্তা থেকে পরিষ্কার হয়েছে যে তিনি অধিনায়কত্ব খুব একটা খুশি মনে ছেড়ে দেননি। তুই সঙ্গে নিজের স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) নিয়েও মন্তব্য করেছেন তিনি।
নেটের অধিনায়কত্ব সম্পর্কে বিরাট কোহলি মন্তব্য করেছেন, “আমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অবধি পৌঁছেছিলাম। আমরা ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল এবং প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিলাম। আমার অধিনায়ক হতে ভারতীয় দল টানা পাঁচটা টেস্ট মেস জিতেছিল। তাও অধিনায়ক হিসেবে আমাকে ব্যর্থ মনে করা হয়।” এরপর তার মুখে দেখা গিয়েছে একটি যন্ত্রণার হাসি। সেই যন্ত্রণা অধিনায়ক হিসেবে নিজেকে ব্যর্থ বলে শুনতে পাওয়ার, নাকি ভারতকে কোন আইসিসি ট্রফি না যেতে পারার বেদনার, সেটা অবশ্য বোঝা যায়নি।
মহেন্দ্র সিংহ ধোনি প্রসঙ্গে বিরাট কোহলি জানিয়েছেন যে প্রাক্তন এবং ভারতবর্ষের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়কই একমাত্র মানুষ যিনি সেই সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এমনিতে ধোনিকে ফোন করলে তাকে ৯৯% সময় পাওয়া যায় না কারণ তিনি ফোন থেকে দূরে রাখেন নিজেকে। কিন্তু বিরাটের কঠিন সময় নিজে ফোন করেছিলেন মাহি। বিরাটকে তিনি বলেছিলেন, “যখন তুমি নিজেকে একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করে ফেলো তখন অনেক সময় সাধারণ মানুষ তোমাকে প্রশ্ন করতে ভুলে যাবে যে একজন ব্যক্তি হিসেবে তুমি ভালো আছো কিনা। কাজেই কে কি বলছে সেই নিয়ে ভেবো না।” ধোনির এই বক্তব্য কোহলির হৃদয় ছুঁয়ে গিয়েছিল বলে তিনি নিজে জানিয়েছেন।
ধোনির নেতৃত্বেই তিনটি ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তার নেতৃত্বেই প্রথম আইসিসি ট্রফি হিসাবে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি। নিজের ওডিআই কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটিও ধোনির অধিনায়কত্বেই অর্জন করেছিলেন বিরাট। মাঠে যখন দুজনে একসাথে ব্যাটিং করতেন সেই সময়টাও অত্যন্ত উপভোগ করত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কারণ তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল খুব উঁচু মাত্রার।