বিরাট বিপদের সামনে কোহলি, দু’ম্যাচ নির্বাসিত হতে পারেন বিরাট

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে সবকিছু ভালো হলেও শেষ মুহূর্তটা একটুর জন্য খারাপ হয়ে গেল বিরাট কোহলির। গতকাল ইংল্যান্ডের  ব্যাটসম্যান জস বাটলার এর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তাতেই বিরাট কোহলির জন্য ঘনিয়ে আসতে চলেছে বিপদ।

শনিবার ভারতের দেওয়া 225 রানের টার্গেট চেস করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ওপেনার জস বাটলার। তবে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে 34 বলে 52 রানের ইনিংস খেলেই প্যাবিলিয়নে ফিরে যেতে হয় তাকে। প্যাভিলিয়নে ফেরত যাওয়ার সময় বাটলার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে উদ্দেশ্য করে কিছু বলেন। চুপ করে থাকেন নি বিরাট, সঙ্গে সঙ্গে তিনি বাটলারের দিকে এগিয়ে গিয়ে তাকে উত্তর দেন। একটা সময় দুজনের বাকযুদ্ধ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে খেলা থামিয়ে তাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে। আর এতেই বিপদ বেড়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। এমনকি এর জন্য দুই ম্যাচ সাসপেন্ড হতে পারেন কোহলি।

maxresdefault 143

টেস্ট সিরিজ চলাকালীন ইংল্যান্ডের বেন স্টোকসের সঙ্গে একবার তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। সেই সময় শাস্তি হয়নি কোহলির। ফের একবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাটলারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। আর এই নিয়ে একই মাসে দু’বার বিতর্কে নাম উঠল কোহলির।

India vs England Virat Kohli and Jose Butler forced to

ইতিমধ্যেই বিরাট কোহলির নামের সঙ্গে দুই ডি-মেরিট পয়েন্ট রয়েছে। আইসিসি নিয়ম অনুযায়ী 24 মাসের মধ্যে যদি কোন ক্রিকেটারের সঙ্গে চারটি ডি-মেরিট পয়েন্ট যোগ হয় তাহলে তাকে একটি টেস্ট ম্যাচ কিংবা দুটি ওয়ানডে ম্যাচ কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচ নির্বাসিত হতে হয়। এক্ষেত্রে যদি বিরাট কোহলি নামের সঙ্গে আরও দুটি ডি-মেরিট পয়েন্ট যোগ হয় তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে ভারত অধিনায়কে।


Udayan Biswas

সম্পর্কিত খবর