বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী জুটির সফর শেষ হয়েছে গত সোমবার। কারন একদিকে যেমন বিরাট আগেই জানিয়ে দিয়েছিলেন এই বিশ্বকাপের পর আর ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে চান তিনি। তেমনি কোচ রবি শাস্ত্রীও জানিয়েছিলেন এই বিশ্বকাপ শেষে নতুন করে কচ পদের জন্য আর আবেদন করবেন না তিনি। সেই অনু্যায়ী একদিকে যেমন দলের নতুন কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়ের কাঁধে। তেমনি দলের নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষিত হয়েছে রোহিত শর্মার।
গতকাল নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেই নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে বোর্ড। আগে থেকেই জানা ছিল এই সিরিজে বিরতি নিচ্ছেন দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড়, সেই সুত্র ধরে বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও। দল ঘোষণার বুধবার প্রাক্তণ কোচ রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের ফের একবার আনুষ্ঠানিক ধন্যবাদ জানান বিরাট। এদিন নিজের একটি টুইটে তিনি লেখেন, “একটি দল হিসাবে আমাদের দুর্দান্ত যাত্রা এবং সুন্দর স্মৃতির জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের অবদান অসামান্য ছিল এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তা সর্বদা স্মরণ করা হবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা।“
https://twitter.com/imVkohli/status/1458292381598371840?s=20
প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে যেমন নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক খেলোয়াড়কে, তেমনি অনেক খেলোয়াড়কে বাদও দিয়েছেন নির্বাচকরা। বিশেষত বিশ্বকাপে বড় দুই ম্যাচে ধারাবাহিক খারাপ পারফর্ম্যান্সের জেরে একদিকে যেমন দল থেকে বাদ পরেছেন বরুণ চক্রবর্তী তেমনি অন্যদিকে বাদ পরে গিয়েছেন হার্দিক পান্ডিয়াও। আর সেই কারনেই ফের একবার দলে ফেরানো হয়েছে যুজবেন্দ্র চাহালকে। সম্ভবত হার্দিকের জায়গাতেও ভেঙ্কটেশকে গ্রুম করার কথা ভাবছে ভারতীয় শিবির। এখন তাদের চিন্তা ধারা স্পষ্ট বোঝা যাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডঃ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিশান, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ