আরো বড় “ঝটকা” পেলেন রণবীর, ইউটিউবারকে নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন বিরাট!

বাংলাহান্ট ডেস্ক : মুখের কথা ধনুক থেকে নিক্ষেপ করা তীরের মতো। তা আর ফেরানো যায় না। বিষয়টা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। ভারতীয় ইউটিউব জগতের জনপ্রিয় নাম, ছিলেন। এখন সুখ্যাতি বদলে গিয়েছে কুখ্যাতিতে। মাত্র একটি মন্তব্যে রাতারাতি জীবনটা যেন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তাঁর। হঠাৎ করেই সকলের ঘৃণার পাত্র হয়ে উঠেছেন রণবীর (Ranveer Allahbadia)। একগুচ্ছ অভিযোগ তো তাঁর বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল। এবার আরো বড় ঝটকা পেলেন ইউটিউবার।

কিছুদিনেই অনেক সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর (Ranveer Allahbadia)

বিগত কয়েক দিনের মধ্যেই জগৎটা পুরোপুরি বদলে গিয়েছে রণবীরের (Ranveer Allahbadia)। ‘বাবা মায়ের যৌনতা’র মতো বিষয়ে ঘৃণ্য মশকরা করে বহু মানুষের চোখেই নীচে নেমে গিয়েছেন তিনি। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, এমন ‘মিষ্টি মুখের’ একটা মানুষের মনে এমন কদর্য চিন্তাভাবনা লুকিয়ে থাকতে পারে! এই কয়েক দিনেই প্রায় ২০ লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর (Ranveer Allahbadia)। দ্রুত আরো কমছে তাঁর অনুগামীদের সংখ্যা।

Virat kohli took big decision about ranveer allahbadia

বড় ধাক্কা পেলেন রণবীর: ইউটিউব জগতে নিজের জায়গা অনেক উপরে তৈরি করেছিলেন রণবীর (Ranveer Allahbadia)। নামীদামী রাজনৈতিক, বিনোদন এবং ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা এসেছেন তাঁর পডকাস্টে। তবছ রণবীরের (Ranveer Allahbadia) স্বপ্ন ছিল, একদিন বিরাট কোহলিকে নিয়ে আসবেন তিনি তাঁর শোতে। বিরাটের প্রতি ভালোলাগার কথা বহুবার শোনা গিয়েছে তাঁর মুখে। কিন্তু তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর সেই স্বপ্ন চিরতরে চুরমার হয়ে গেল।

 আরো পড়ুন : TRP-র দেখা নেই, নায়িকা বদলের দাবি! বিতর্কের মাঝেই জি এর সিরিয়াল ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী

কী ঘটল ইউটিউবারের সঙ্গে: রণবীরকে (Ranveer Allahbadia) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। রণবীরের জনপ্রিয়তার বিষয়ে অবগত ছিলেন বিরাট নিজেও। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁকেও ফলোও করতেন ক্রিকেট তারকা। ভবিষ্যতে হয়তো কোনোদিন একসঙ্গে দেখাও মিলত দুজনের। কিন্তু তার আগেই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসলেন রণবীর (Ranveer Allahbadia)। সাম্প্রতিক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ইউটিউবারকে ‘আনফলো’ করে দিয়েছেন বিরাট। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে বিরাটকে নিজের পডকাস্টে নিয়ে আসার সুযোগ নিজূই নষ্ট করেছেন রণবীর।

আরো পড়ুন : পরতে পরতে নস্টালজিয়া, গায়ক বাবুলের কামব্যাকে আবেগে ভাসলেন শ্রোতারা, রিলিজেই সুপারহিট ‘শুধু তোমারই জন্য’

ঘটনার পর বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতে একটি ভিডিও পোস্ট করে ক্ষমাও চেয়েছিলেন রণবীর (Ranveer Allahbadia)। তাঁকে বলতে শোনা গিয়েছিল, স্বপক্ষে কোনো যুক্তি দিতে আসেননি তিনি। শুধু ক্ষমা চাইতে পারেন তিনি। যা বলেছেন তা ঠিক বলেননি। কমেডি তাঁর বিষয় নয়, যা বলেছেন তা ঠিক বলেননি। ওটা হাস্যকর ছিলও না। কিন্তু ক্ষমা প্রার্থনা করলেও লাভ হয়নি। রণবীরের ইউটিউব কেরিয়ারে যে এর বড়সড় প্রভাব পড়তে পারে তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর