ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং রেকর্ড যেন একে অপরের পরিপূরক হয়ে গিয়েছে। বিরাট ক্রিকেট মাঠে নামলে কিছু না কিছু রেকর্ড গড়েই চলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেষ্টে ব্যাট হাতে সফল না হলেও অধিনায়ক হিসাবে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। এইদিন ব্যাটহাতে মাত্র দুটি বল খেলেই বাংলাদেশী বোলার আবু জায়েদের বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে মাঠ ছাড়তে হয় বিরাট কে। কিন্তু ব্যাট হাতে সফল না হলেও অধিনায়ক হিসাবে নজির গড়লেন বিরাট। এইদিন অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনি কে টপকে গেলেন বিরাট কোহলি।
এতদিন পর্যন্ত ভারতীয় অধিনায়ক হিসাবে টেষ্টে সর্বাধিক নয় টি ইনিংস জয়ের নজির ছিল ধোনির। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেষ্ট ইনিংসে জিতে ধোনির সেই রেকর্ড স্পর্শ করেছিল বিরাট কোহলি। আর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেষ্টেই ইনিংস এবং 130 রানে বাংলাদেশ কে হারিয়ে ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি। অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় টেষ্ট অধিনায়কদের মধ্যে 10 টি টেষ্ট ইনিংসে জিতে বিরাট রয়েছেন সবার শীর্ষে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অপরদিকে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন, উনার ঝুলিতে রয়েছে 8 টি ইনিংস জয়। 7 টি ইনিংস জয় করে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এছাড়াও রাজকোটে বাংলাদেশ কে হারিয়ে 32 টি টেষ্ট জিতে প্রাপ্তন অজি অধিনায়ক আলান বর্ডারকে ছুলেন বিরাট। এখন ভারতীয় ক্রিকেট ভক্তরা অপেক্ষায় রয়েছেন বিরাট কবে প্রাপ্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এর রেকর্ড ভাঙবেন।