সচিনের সেঞ্চুরি সংখ্যা ছুঁয়ে ফেললেন কোহলি! জানিয়ে দিলেন তিনি ক্লান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, শুভমান গিল লোকেশ রাহুলের ব্যাট এবং পরবর্তীতে কুলদীপ যাদবের স্পিন বোলিংয়ের সামনে অসহায় দেখিয়েছে পাকিস্তানকে। যদিও তাদের ফাইনালে পৌঁছানোর আশা এখনো শেষ হয়নি। কিন্তু তাদেরকে এখন অনেকটাই নির্ভর করতে হবে শ্রীলঙ্কার পরবর্তী পারফরম্যান্সের ওপর।

ম্যাচের সেরা কোহলি:
পাকিস্তানের বিরুদ্ধে এই দুর্দান্ত জয়ের দিন ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি। ৯৪ বলের ইনিংসে নয়টি চার এবং তিনটি ছক্কা সহ ১২২ রান করেছিলেন তিনি। তার ব্যাটের সামনে অসহায় দেখিয়েছে প্রত্যেক পাকিস্তান বোলারকে। তাই খুব স্বাভাবিক ভাবেই গতকাল ম্যাচ শেষে ম্যাচের সেরা পুরস্কার উঠেছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের হাতেই।

kohli babar

সচিনকে ছুঁলেন বিরাট:
এছাড়া গতকাল সচিন টেন্ডুলকারের একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট। আন্তর্জাতিক কেরিয়ারের ম্যাচ জয়ী ইনিংসে শতরান করার নিরিখে এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন সচিন টেন্ডুলকার। দুই ফরম্যাট মিলিয়ে ভারতের জয়ে তিনি মোট ৫৩ টি শতরান করেছিলেন। কোহলির কেরিয়ারের ৭৭ তম শতরানটি ছিল ভারতের ম্যাচ জয়ের ক্ষেত্রে তার কড়া ৫৩ তম শতরান। যদিও এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (৫৫)।

আরও পড়ুন: কোহলি, রাহুলের পর কুলদীপের স্পিনে ধ্বংস পাকিস্তান! বড় ব্যবধানে জয় পেলো ভারত

বিরাট ক্লান্ত:
গতকাল ম্যাচের ফেরার পুরস্কার নিয়ে সাক্ষাৎকার দিতে এসে বিরাট কোহলি, সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব থাকা সঞ্জয় মাঞ্জরেকরকে একটি অনুরোধ করেন। বিরাট কোহলি জানান যে তিনি ক্লান্ত এবং যত দ্রুত সম্ভব এই সাক্ষাৎকারের বিষয়টি যাতে শেষ হয়। দুদিন তারা মাঠে থাকার পর এই ধকল আসা স্বাভাবিক।

আরও পড়ুন: দলে জায়গা না পেয়ে মন্দিরে দিয়েছিলেন পুজো! প্রত্যাবর্তনে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও করলেন রাহুল

আজই নামতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে:
আজ ভারতীয় দলকে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য। বিরাটরা কি তৈরি আছেন? এই প্রশ্নের জবাবে কোহলি জানান যে এক্ষেত্রে টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। সেখানেও টানা ২-৩ দিন এভাবেই মাঠে থাকতে হয় এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে তাদের কোনও অসুবিধা হবে না।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর