৭০০০ রান বা অর্ধশতরান নয়, ছোটবেলার কোচের সঙ্গে এই কাজ করে সকলের মন জিতলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরে একাধিকবার বিতর্কে জড়িয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নামটা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সাথে পরোক্ষভাবে এবং ঝামেলায় জড়িয়ে ছিলেন তিনি মাঠের মধ্যে। অনেকেই এমনটা বলেছিলেন যে বিরাট কোহলি সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় সেই ব্যাপারে কোন ধারণাই নেই বিরাট কোহলির। আজ তাদের সেই ধারণাটা কিছুটা ভুল প্রমাণ করলেন কোহলি।

আজ দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে তাদের অ্যাওয়ে ম্যাচের আগে প্র্যাক্টিস সেরে ড্রেসিংরুমে ফেরার আগে নিজের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma) সঙ্গে সাক্ষাৎ হয় বিরাটের। নিজের ছোটবেলার কোচকে দেখামাত্রই নিজে থেকে এগিয়ে এসে তাকে প্রণাম জানান প্রাক্তন আরসিবি অধিনায়ক। নিজের প্রিয় ছাত্রকে আশীর্বাদ করতে ভোলেননি রাজকুমার।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজকুমার জানিয়েছিলেন যখন কম বয়সে দুষ্টু কোহলি তার কোচিংয়ে এসেছিলেন তখন তার আচরণ সম্পর্কে। তার বয়সী কোন ছেলে বিরাটকে আউট করতে ব্যর্থ হতো। তাই সব সময় বড়দের বিরুদ্ধে নিজের ক্ষমতার পরীক্ষা দিতে চাই তো কোহলি। সেই সঙ্গে তার জেদই যে তার সাফল্যের আসল কারণ সেটাও উল্লেখ করতে ভোলেননি তিনি।

record kohli

আজ আইপিএলে প্রথম ক্রিকেটের হিসেবে ৭০০০ রানের গণ্ডি স্পর্শ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২৩৩ ম্যাচে ১৩০ এর স্ট্রাইক রেটে এই রেকর্ড গড়েছেন বিরাট। তার আগে অন্য কোন তারকা এই মাইলফলকের ধারে কাছে পৌঁছতে পারেননি। চলতি মরশুমে তিনি ভালো ছন্দে রয়েছেন। মোট পাঁচবার পেরিয়েছেন অর্ধশতরানের গন্ডি। কিন্তু আরসিবি এখনো পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে।

আজ চলতি আইপিএলে নিজের ষষ্ঠ অর্ধশতরান তুলে নিয়েছেন বিরাট কোহলি। ফ্যাফ দু প্লেসিস ও মহিপাল লোমরোর দুটো দিক থেকে আক্রমণ করে গেছেন এবং পাওয়ার প্লে শেষ হবার পর থেকে বিরাট কোহলি শুধুমাত্র একপ্রান্ত সামলে রেখে ৪৬ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলেছেন। মূলত মহিপাল লোমররের ২৮ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে ১৮১ রান তুলেছে আরসিবি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর