বাংলা হান্ট নিউজ ডেস্ক: অর্ধশতরান সম্পূর্ণ করার পরেই একবার ক্যাচ ফেলেছিলেন উইকেটরক্ষক কুশল মেন্ডিস। এরপর ৪২ তম ওভারের শেষ বলে তিনি যখন ৮৩ রানে ব্যাটিং করছেন, তখন আবার একবার এক্সট্রা কভারে তার ক্যাচ ফেলে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তখনই বোঝা দিয়েছিল যে খানিকক্ষণ পরে কি দৃশ্য দেখা যাবে। দর্শকদের সেই আশঙ্কা সত্যি করে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজের ৪৫ তম আন্তর্জাতিক ওডিআই শতরান করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বর্ষাপাড়ার ব্যাটিং বান্ধব উইকেটে ভারতের শুরুটাই হয়েছিল অত্যন্ত দুর্দান্তভাবে। রোহিত শর্মা এবং শুভমান গেল ২ ওপেনারই অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছিলেন আগ্রাসী ভঙ্গিতে। গিল ৬০ বলে ৭০ রান করে শানাকার বলে এলবিডব্লিউ হওয়ার পর সকলেই ভেবেছিলেন যে রোহিত প্রায় ৫০০ দিন পর নিজের ওডিআই শতরানটি পাবেন। কিন্তু তিনি ৮৩ রান করে অভিষেককারী বাঁ-হাতি পেসার মধুশঙ্কার বলে বোল্ড হন।
এরপর ব্যাটিং করতে নেমেই অত্যন্ত আগ্রাসী মেজাজ দেখাচ্ছিলেন শ্রেয়স আইয়ার। বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট খেলতে দেখা যাচ্ছিল তাকে। ফলস্বরূপ বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি তিনি। ধনঞ্জয়ের বরের স্লগ সুইপ মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে আউট হন শ্রেয়স (২৮)। এরপর ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করছিলেন লোকেশ রাহুল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রাজিতার পায়ের পেছন দিয়ে যাওয়া বলে ফ্লিক মারতে গিয়ে বলেই লাইন মিস করে বোল্ড হন।
কিন্তু এই সব ঘটনা বিরাট কোহলির অগ্রগতিকে দমিত করতে পারছিল না। বর্ষাপাড়ার ব্যাটিং সহায়ক পিচে অত্যন্ত স্বচ্ছন্দেই রান করে যাচ্ছিলেন বিরাট। ওই দুবার ক্যাচ পড়ার ঘটনা বাদ দিলে আর কখনও অস্বস্তিতে পড়তে দেখা যায়নি তাকে। মাত্র ৮০ বলে ৪৭তম ওভারে নিজের শতরান সম্পূর্ণ করেন তিনি। এর আগে শেষবার যখন বর্ষা পাড়ায় ব্যাটিং করেছিলেন বিরাট, তখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান পেয়েছিলেন। দেখা যাচ্ছে এই বিশেষ ভেন্যুটি তার জন্য খুবই সৌভাগ্য বহনকারী।
আজ ১৭ রান করে সচিন টেন্ডুলকারের একটি অভিনব রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট। এর আগে ঘরের মাটিতে সর্বোচ্চ শতরান করার রেকর্ডটি ছিল মাস্টার ব্লাস্টারের নামেই। ঘরের মাটিতে ১৬৪ ম্যাচে ২০টি শতরান ছিল সচিনের। আজ মাত্র ১০২ ম্যাচেই সেই পরিসংখ্যান ছুঁয়ে ফেললেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৭৩ তম শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে এটি তার নবম শতরান। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে শতরান করেছিলেন তিনি। এরপর বছরের প্রথম ম্যাচেই শতরান করে ওডিআই বিশ্বকাপের বছরে ভক্তদের আশা বাড়িয়ে ফেলছেন বিরাট।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার