মুলারের টুইটের প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি

বাংলা hunt ডেস্ক :কাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত।তার আগে জার্মান বিশ্বকাপ জয়ী থমাস মুলারের টুইটের প্রতিক্রিয়া দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।প্রসঙ্গত, গতকাল বিরাটদের সমর্থনে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে বিরাটদের বিশ্বকাপে ভালো কিছু করার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলো ২০১৪ সালের জার্মানির বিশ্বকাপ জয়ী দলের অন‍্যতম সদস্য টমাস মুলার।এইদিন তার প্রতিক্রিয়ায় ২০১৪ এর বিশ্বচ‍্যাম্পিয়ান কে ” ধন্যবাদ ” জানালেন কোহলি।একটি টুইট করে এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক।

প্রসঙ্গত, এর আগে আমরা দেখেছিলাম ইংল্যান্ডের বিশ্বকাপার হ‍্যারি কেনের সাথে বিরাট কোহলির ছবি।এরপর সম্প্রতি একটি ভিডিও বার্তার মধ্যে দিয়ে বিরাটকে বিশ্বকাপে দারুন কিছু করার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে ছিলো তারকা ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ।

acb11 120570 crldewkacb 1559013191অন‍্যদিকে, সম্প্রতি বিরাটকে দেখা গেছিলো প্রাক্টিসে বোলিং করতে, এরপর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে তৈরী হয়েছিল বিরাট এক জল্পনা।যে বিশ্বকাপের প্রথম ম‍্যাচ থেকেই হয়তো দলের স্বার্থে বোলিং করতে দেখা হতে পারে।আগামী ৫ ইমে , সাউথ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।ইতিমধ্যে পর পর দুই ম‍্যাচ হেরে বিরাটদের বিপক্ষে খানিকটা ব‍্যাকফুটে শুরু করবে ডু প্লেসিসরা।

সম্পর্কিত খবর