নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত কোহলি সমেত এই চার প্লেয়ার, অধিনায়কত্ব নিয়ে ধন্দ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার ভারতের (India National Cricket Team) আগামী লক্ষ্য নিউজিল্যান্ডের (New Zealand National Cricket Team) বিরুদ্ধে হতে চলা সিরিজ। বলে দিই, আগামী ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নিজের দেশে ৩টি ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলেছে। এই সিরিজ ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। ভারত-নিউজিল্যান্ডের টি-২০ সিরিজের পর ২টি টেস্ট ম্যাচের সিরিজও খেলা হবে।

টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা আগামী দুই, এক দিনের মধ্যে হতে চলেছে। শোনা যাচ্ছে যে, প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে বা রোহিত শর্মার মধ্যে যে কোনও একজনকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। এও শোনা যাচ্ছে যে, বিরাট কোহলিকে (Virat Kohli) BCCI তিনটি টি-২০ ম্যাচে আরাম দেওয়ার পাশাপাশি প্রথম টেস্টেও আরাম দিতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুরকেও প্রথম টেস্টে আরাম দেওয়া হতে পারে।

এছাড়াও ঋষভ পন্থকেও প্রথম টেস্টে আরাম দেওয়া হতে পারে। পন্থের বদলে সেই যায়গায় বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সুযোগ পেতে পারেন। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ২৫ নভেম্বর থেকে কানপুরে খেলা হবে। দ্বিতীয় টেস্ট ৩ ডিসেম্বর থেকে মুম্বাইতে খেলা হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কোহলিকে যায়গা দেওয়া হতে পারে।

বলে দিই, আগামী কয়েক মাসে ভারতের বেশ কয়েকটি সিরিজ রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের দেশে টি-২০ আর টেস্ট সিরিজ খেলার পর ভারত দক্ষিণ আফ্রিকায় যাবে। সেখানে ভারত আর দক্ষিণ আফ্রিকা ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে আর ৪টি টি-২০ ম্যাচ খেলবে।

X