বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই শেষ হয়ে গিয়েছে। ভারতীয় দল (Team India) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ ফলে ম্যাচ জিতে নিয়েছে। সিরিজের শেষ টেস্ট ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) নিজের হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেয়েছিলেন। ১২০৫ দিন পর তিনি টেস্ট ক্রিকেটে নিজের ২৮ তম শতরান পেয়েছেন। এরপর বাকি ম্যাচে তাকে খোশমেজাজেই পাওয়া গিয়েছে এবং সিরিজ শেষ হওয়ার পরেও তিনি বেশ ফুর্তিতেই রয়েছেন।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে নরওয়ের প্রসিদ্ধ নৃত্য দল ‘কুইক স্টাইল’-এর সদস্যদের সাথে দেখা করেছিলেন। দলটি বিভিন্ন ভারতীয় গানের সঙ্গে তাদেরে ডান্স ফর্ম তৈরি করে বিখ্যাত হয়েছে। তাদের সাথে দেখা করার বিষয়টি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তারকা ক্রিকেটারকে ‘স্টিরিও নেশন’-এর গান ‘ইশক’-এর সাথে কোমর দোলাতে দেখা গিয়েছে।
নৃত্য দলের এক সদস্য একটি ব্যাট হাতে নিয়ে কি করতে হবে তা যেন বুঝতে পারছেন না, এমন ভঙ্গি করছেন। সেই সময়ে সাদা টি-শার্ট এবং নীল রংয়ের জিন্স পড়ে এন্ট্রি হয় কিং কোহলি। এরপর তিনি তাদের গোটা দলটিকে গানের তালে তালে কিভাবে ব্যাটের ব্যবহার করতে হবে সেই প্রশিক্ষণ দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পরেই ভাইরাল হয়ে গিয়েছে।
বিরাটের এই নৃত্য পছন্দ হয়েছে তার নিজের বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মারও। বিরাট এর আগে বহুবার জানিয়েছেন যে খারাপ সময়ে তার স্ত্রী কিভাবে তার পাশে দাঁড়িয়ে তার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেছেন। অনুষ্কা শর্মার নানান পোস্ট থেকেও বোঝা যায় যে তিনি বিরাটকে নিয়ে কতটা চিন্তিত থাকেন। তিনি এই ভিডিওটি কমেন্ট সেকশনে কিছু আগুনের ইমোজি ব্যবহার করে ব্যাপারটিকে অসাধারণ বোঝাতে চেয়েছেন।
বিরাট কোহলি গত ৭ মাসে নিজের শতরানের দু বছরের খরা কাটিয়ে তিনটি ফরম্যাটে শতরানের দেখা পেয়েছেন। তিনি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তিনি নিজের ভালো ছন্দ বজায় রাখবেন এমনটা প্রত্যাশা করছেন সকলে।