বিরাট Vs বাবর! কে সবার সেরা? বিতর্কে জল ঢেলে বড় প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্ক: আধুনিক ক্রিকেটের অন্যতম সর্বশ্রেষ্ঠ ব্যাটার হিসেবে বিবেচিত হন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু তাই নয়, তিনি একাধিক চমকপ্রদ রেকর্ডের অধিকারীও। এদিকে, প্রায়শই একাধিক ব্যাটারকে বিরাট কোহলির সাথে তুলনা করা হয়। কিন্তু সবাই এটা জানেন যে বর্তমানে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই বিরাট কোহলির চেয়ে বড় ব্যাটার আর কেউ নেই। এমতাবস্থায়, প্রতিবেশী দেশের ব্যাটার বাবর আজমকেও বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। এবার এই প্রসঙ্গেই বড় প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার।

বিরাটের (Virat Kohli) প্রসঙ্গে দিলেন বড় প্রতিক্রিয়া:

বিরাট কোহলির চমৎকার পরিসংখ্যান: জানিয়ে রাখি যে, বিরাট কোহলি (Virat Kohli) ১১৩ টি টেস্ট ম্যাচে প্রায় ৫০ এভারেজে ৮,৮৪৮ রান করেছেন। যার মধ্যে ২৯ টি সেঞ্চুরি এবং ৩০ টি হাফ সেঞ্চুরি রয়েছে। সাদা বলের ক্রিকেটে কোহলির রেকর্ড আরও মারাত্মক। কোহলি ২৯৫ টি ওয়ানডেতে ৫৮.১৮ গড়ে মোট ১৩,৯০৬ রান করেছেন। যার মধ্যে ৫০ টি সেঞ্চুরি রয়েছে। সম্প্রতি, বিরাট কোহলি ১২৫ টি T20 ম্যাচ খেলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। তবে, আন্তর্জাতিক T20-তেও ভালো রান পেয়েছেন কোহলি। তিনি ১২৫ টি T20 ম্যাচে ১ টি সেঞ্চুরি এবং ৩৮ টি হাফ সেঞ্চুরি সহ মোট ৪,১৮৮ রান করেছেন।

Virat Kohli Vs Babar Azam! Who is the best.

অনেকটাই দূরে বাবর: অন্যদিকে বাবর আজমের কেরিয়ার বিরাটের (Virat Kohli) এই দুর্দান্ত কেরিয়ারের অর্ধেকও নয়। তিনি ৫৪ টি টেস্টে, ৪৪.২১ এভারেজে ৩,৯৬২ রান করেছেন। যার মধ্যে ৯ টি সেঞ্চুরি এবং ২৬ টি হাফ সেঞ্চুরি রয়েছে। T20-তে বাবরের এভারেজ হল ৪১.০৩। সেখানে তাঁর ৪,১৪৫ রান রয়েছে। এদিকে, ODI-তে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ১১৭ ম্যাচে ৫৬.৭২ এভারেজে ৫,৭২৯ রান করেছেন। যেখানে তাঁর ১৯ টি সেঞ্চুরি এবং ৩২ টি হাফ সেঞ্চুরি রয়েছে।

আরও পড়ুন: এবারে সেমিকন্ডাক্টর সেক্টরে রাজকীয় “এন্ট্রি” আদানির! এই রাজ্যে করলেন ৮৩,৯৪৭ কোটির বিনিয়োগ

অর্থাৎ, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে বাবর এবং বিরাটের (Virat Kohli) পরিসংখ্যানের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কিন্তু তারপরও পাকিস্তানি ভক্তরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এই দু’জনের তুলনা করা থেকে বিরত থাকেন না। এবার এই তুলনা নিয়ে বড় বিবৃতি মিলেছে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে। ওই প্রাক্তন ক্রিকেটারও এই পরিসংখ্যান উদ্ধৃত করেছেন এবং বিরাট কোহলিকে নিঃসন্দেহে ভালো ব্যাটার হিসেবে অভিহিত করেছেন। আর এই প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। যিনি বিরাট এবং বাবরের মধ্যে তুলনাকে একটি “অর্থহীন বিতর্ক” হিসেবে বিবেচিত করেছেন।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে ধোনি-কোহলি-রোহিতের মধ্যে কে বেশি “চতুর”? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন অশ্বিন

বিরাট বনাম বাবর: পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া বলেছেন, বিরাট (Virat Kohli) ও বাবরের মধ্যে তুলনা করার প্রশ্নই ওঠে না। মিডিয়া বাবর এবং বিরাট কোহলির মধ্যে অযথা তুলনা করে। বিরাট সব ফরম্যাটের এবং বিভিন্ন কন্ডিশনে ভারতের হয়ে প্রচুর রান করেছেন। তিনি ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। কোহলি বিশ্বমানের খেলোয়াড়। দু’জনের মধ্যে কোনও তুলনা হয় না। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আরও জানান যে, যখন উভয় খেলোয়াড়ই তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাবেন, তখন এই জাতীয় তুলনা করা আরও অর্থবহ হবে। কানেরিয়ার মতে, খেলোয়াড়দের অবসরের পরে, তাঁদের পরিসংখ্যানের ভিত্তিতে এই তুলনা করা উচিত।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর