বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাঁর এহেন সিদ্ধান্ত ক্রিকেট অনুরাগীদের মন খারাপ করেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বিরাট কোহলিও (Virat Kohli) টেস্টকে বিদায় জানানোর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করছেন।
টেস্টকে বিদায় জানাতে চান বিরাট কোহলি (Virat Kohli):
শুধু তাই নয়, এই বিষয়ে তিনি BCCI-এর সাথেও আলোচনা করছেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, BCCI-এর কিছু শীর্ষ আধিকারিক কোহলিকে তাঁর এই সিদ্ধান্তকে ফের বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস”-এর এক রিপোর্ট অনুসারে, বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট থেকে অবসর নেওয়ার জন্য ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছেন এবং বোর্ডকে এই বিষয়ে তিনি জানিয়েছেন।
তবে, BCCI-এর কিছু শীর্ষ আধিকারিক তাঁকে (Virat Kohli) বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। কারণ, টিম ইন্ডিয়াকে শীঘ্রই ইংল্যান্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর করতে হবে। জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার আগামী মাসে ইংল্যান্ড সফর করার কথা রয়েছে। যেখানে পাঁচ ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলা হবে।
আরও পড়ুন: পাকিস্তানের সাথে যুদ্ধের আবহেই বাংলাদেশের বিরুদ্ধে বড় অ্যাকশন ভারতের! চমকে গেল পড়শি দেশ
এমতাবস্থায়, আসন্ন সিরিজের আগে, দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এমন পরিস্থিতিতে, যদি বিরাট কোহলিও (Virat Kohli) টেস্ট থেকে অবসর নেন, সেক্ষেত্রে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষে জয় হাসিল করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন: “ভারতের চাপ সহ্য করতে পারবে না পাকিস্তান”, ফের কবে শুরু হবে IPL? কী জানালেন সৌরভ?
বিরাট কোহলির টেস্ট কেরিয়ার: উল্লেখ্য যে, বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট কেরিয়ার সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, তিনি ইতিমধ্যেই দেশের হয়ে ১২৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে ২১০ ইনিংসে ৪৬.৮৫ এভারেজে ৯,২৩০ রান এসেছে। এদিকে, টেস্ট ক্রিকেটে কোহলির ৭ টি দ্বিশতরান, ৩০ টি শতরান এবং ৩১ টি অর্ধশতরান রয়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: