ক্রিকেট ছেড়ে বিমান চালক হবেন কোহলি? কেন এমন সিদ্ধান্ত! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা সকলেই জানেন যে তিনি কতটা আমোদপ্রিয় প্রকৃতির। খেলার মাঝে সবসময় ঠাট্টা-ইয়ার্কি করে দলের সকলের মেজাজ ভালো রাখার চেষ্টা করেন তিনি। আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) তিনি ৩ বছরের খরা কাটিয়ে করেছেন টেস্ট শতরান। ফলে ওই টেস্টের তৃতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় খোশমেজাজেই ছিলেন ভারতীয় দলের (Team India) প্রাক্তন অধিনায়ক।

এই সময় তাকে একটি মজার মন্তব্য করতে দেখা যায়। ১৩ই মার্চ অর্থাৎ আহমেদাবাদ টেস্টের শেষ দিনে যখন অস্ট্রেলিয়া তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারিয়ে ফেলেছে, তখন ৩ নম্বরে ব্যাট করতে নামা মার্নাস লাবুশানে ব্যাট করতে আসার আগে বিরাট কোহলি এমন কিছু বলেছেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ার পর মানুষজন চমকে গিয়েছেন।

   

টেস্ট ম্যাচের সেটি শেষ দিন ছিল। তাই হয়তো ক্রিকেটারদের মধ্যে এয়ারপোর্ট যাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিলো। কোহলি ওই প্রসঙ্গে বলেন, “মাত্র ১০ মিনিট দূর ভাই এখান থেকে। আগেই গিয়ে প্লেনে বসে পড়বো। আজ আমিই প্লেন ওড়াবো।” এই কথা শুনে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আহমেদাবাদ টেস্টের ছিল এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা অষ্টম শতরান। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান রান করার তালিকায় সুনীল গাভাস্কারকে ধরে ফেললেন তিনি। তবে কোহলি ২৪ ম্যাচ খেলে এই আটটি শতরান করতে পেরেছেন যেখানে গাভাস্কার মাত্র ২০টি ম্যাচ খেলেই এই গন্ডি ছুঁয়েছিলেন। এই ব্যাপারে অবশ্য সবচেয়ে এগিয়ে রয়েছেন সচিন টেন্ডুলকার। অজিদের বিরুদ্ধে এই ফরম্যাটে ১১ টি শতরান রয়েছে তার।

এই শতরানটি করতে বিরাট কোহলি অনেক ধৈর্য ধরে ব্যাটিং করেছেন যেটা সাধারণত দেখা যায় না। উল্টো দিক থেকে একের পর এক সঙ্গীকে হারিয়েছেন কিন্তু নিজে অচঞ্চল থেকে গিয়েছেন। শেষ পর্যন্ত ২৪১ বল খেলে মাত্র ৫ টি বাউন্ডারি মেরে নিজের শতরানটি সম্পূর্ণ করেছিলেন তিনি। যদিও বাকি ৮৬ রান নিজের স্বাভাবিক আগ্রাসী ভঙ্গিতেই করেছিলেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর