‘মেয়ের ছবি তুলবেন না’, খেলতে যাওয়ার আগেও মেয়ের সুরক্ষায় সতর্ক বিরাট

বাংলাহান্ট ডেস্ক: মেয়ের সামনে ঢাল হয়ে তাকে আগলে রেখেছেন বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)। অন‍্য তারকারা ‘দেখাবো না দেখাবো না’ করেও শেষমেষ প্রকাশ‍্যে এনেছেন সন্তানের মুখ। অন‍্যতম উদাহরণ করিনা কাপুর খান, সইফ আলি খান। কিন্তু অনুষ্কা বিরাট একমাত্র ব‍্যতিক্রম। কোনো ভাবেই যাতে মেয়ে ভামিকার (vamika) ছবি ফাঁস না হয়ে যায় সেদিকে কড়া নজর রয়েছে তাঁদের।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন‍্য অনুষ্কা ও ভামিকাকে নিয়ে দেশ ছাড়লেন বিরাট। মুম্বই বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট দলের বাস এসে দাঁড়াতেই ক‍্যামেরা কাঁধে ঘিরে ধরে পাপারাৎজি। বাস থেকে সবার আগে নামেন বিরাট। নেমেই সোজা একজন ছবি শিকারির কাছে এসে তিনি আবেদন জানান, তাঁর মেয়ের ছবি যেন না তোলা হয়।

Virat anushka 1
ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটনাগরিকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাটকে। বাবা হওয়ার দায়িত্ব খুব ভাল ভাবে পালন করছেন তিনি। নিজের খেলার চিন্তা মাথায় নিয়েও যে সন্তানের নিরাপত্তার দিকে খেয়াল রেখেছেন তার জন‍্য বিরাটকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

https://www.instagram.com/reel/CXh5iHIKDbU/?utm_medium=copy_link

অবশ‍্য এখনো পর্যন্ত মেয়ের মুখের ছবি প্রকাশ‍্যে না আনলেও টুকটাক ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অনুষ্কা। কখনো একরত্তিকে বাবার সঙ্গে খেলতে দেখা যায় আবার কখনো মাকে আদর করতে দেখা যায় ভামিকাকে। বিবাহ বার্ষিকীর দিনেও ভামিকার সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন বিরাট।

virat anushka 54
গত ১১ জানুয়ারি কন‍্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। এরপরেই বিরাটের ভাই বিকাশ কোহলি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছোট্ট ছোট্ট দু পায়ের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান বিরাট অনুষ্কাকে। সঙ্গে ক‍্যাপশনে লেখেন, ‘বাঁধভাঙা আনন্দ। বাড়িতে পরী এসেছে।’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সংবাদ মাধ‍্যমে প্রকাশিত হতে থাকে বিরাট অনুষ্কার সদ‍্যোজাতের প্রথম ভিডিও বলে।

এরপরেই বিষয়টি  খোলসা করেন বিকাশ কোহলি। তিনি জানান, ভিডিওটি ও ছবিটি একেবারেই সাংকেতিক। সদ‍্যোজাত‍র পায়ের ছবি পোস্ট করেননি তিনি। শুধু তাই নয়, একটি ভুয়ো ছবিও ভাইরাল হয় অনুষ্কা ও বিরাটের সদ‍্যোজাতের। উল্লেখ‍্য, ভামিকার জন্মের পরেই একটি বিশেষ উপহারের ডালি পাঠিয়ে পাপারাৎজিকে তাঁরা আবেদন করেছিলেন মেয়ের ছবি না তুলতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর