বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলে ফিরে এসেছেন বিরাট কোহলি। আর দলে ফিরে তিনি স্বাভাবিক ছন্দেই অনুশীলন করে চলেছেন। এশিয়া কাপের আগে দীর্ঘ দুই সিরিজ জুড়ে বিরতির সময় তিনি নাকি ব্যাট স্পর্শ না করে ছিলেন। তিনি নিজেই এই কথা স্বীকার করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক নিজের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সে সমস্যা দীর্ঘদিন ধরে তিনি অফফর্মে থাকায় তৈরি হয়েছিল।
কোহলি ২০১৯ সালের শেষদিকে নিজের শেষ আন্তর্জাতিক শতরান করেছিলেন। তারপর প্রায় তিন বছর ধরে কোনও ফরম্যাটেই তার ব্যাট থেকে বড় রান আসেনি। কিন্তু নিজের দুর্বল ফর্মের কারণে হতাশ হয়ে পড়ছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিরাট সম্প্রতি স্টার পোর্টসের “হার্ট টু হার্ট” অনুষ্ঠানের একটি এপিসোডে নিজের এই পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “আমার স্বীকার করতে কোনও লজ্জা নেই যে আমি এইসময় মানসিকভাবে অত্যন্ত খারাপ বোধ করছিলাম।”
বিরাট আরও যোগ করেছেন, “আমার কেরিয়ারের ১০ বছরে এই প্রথম বার এমন হয়েছে যে আমি এক মাস ব্যাট ছুঁইনি। শরীর আমাকে থামতে বলছিল। মনে হচ্ছিলো একটু পিছিয়ে যাওয়া দরকার। কিচ্ছু ভালো লাগতো না ওই সময়। আমি সাধারণত মানসিক ভাবে অত্যন্ত শক্ত। কিন্তু সব বিষয়ের একটা সীমা আছে আর যখন সেটা ছাড়িয়ে যায়, তখন তার ফল অত্যন্ত খারাপ হয়। তাই জীবনে কখনও একটু থমকে দাঁড়ানোটাও দরকার।”
যদিও এখন সেই পরিস্থিতি থেকে সামলে উঠেছেন বিরাট। তিনি জানান, ‘‘এই খারাপ সময়টা আমাকে অনেককিছু শেখালো। মানতে লজ্জা নেই যে আমি মানসিক ভাবে দুর্বল হয়ে গিয়েছিলাম। তবে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু অনেকে এগুলি স্বীকার করতে লজ্জা পায়। তবে সত্যি বলছি, আত্মবিশ্বাসী থাকার মিথ্যা অভিনয় করার থেকে দুর্বল হিসাবে নিজেকে স্বীকার করে নেওয়া অনেক ভাল।’’